Sovandeb Chattopadhyay: 'আমরা হাউজ অচল করতাম না...', বিধানসভায় বিজেপিকে 'ইতিহাস' মনে করালেন শোভনদেব চট্টোপাধ্যায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sovandeb Chattopadhyay: পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'রাজনীতি অনেকদিন করেছি। এরকম কখনও দেখিনি।'
#কলকাতা: বিধানসভার অধিবেশন অচল করা নিয়ে এবার গেরুয়া শিবিরকে তীব্র সমালোচনা করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন অধিবেশনের শুরু থেকেই বিরোধী ও শাসকদলের হই-হট্টগোলে সরগরম ছিল বিধানসভা। বিধানসভার বাইরেও পরস্পরবিরোধী পোস্টার-স্লোগান যুদ্ধ চলে লাগাতার৷ বিরোধীরা লাগাতার বিধানসভার অধিবেশন পণ্ড করার প্রতিবাদে পোস্টার নিয়ে ওয়েলে নেমে এদিন সোচ্চার হন শাসকদল তৃণমূলের বিধায়করা। দুর্নীতি বনাম 'ডোন্ট টাচ মাই বডি' স্লোগান য়ুদ্ধ শুরু হয়ে যায়। শেষমেশ হই-হট্টগোলে স্থগিত হয়ে যায় বিধানসভার অধিবেশন৷
আজকের অবস্থা নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "রাজনীতি অনেকদিন করেছি। এরকম কখনও দেখিনি। সমালোচনার অধিকার আছে। হাউজটাকে অচল করার চেষ্টা করছে। তাই বাধ্য হয়ে এই কাজ করেছেন শাসক দলের বিধায়করা। প্রতিদিন হাউজ ভন্ডুল করার প্রতিবাদ আজকের এই পদ্ধতি। এরকম ঘটনা ঘটেনি বিরোধী দলনেতা প্রতিদিন হাউজটাকে নষ্ট করছে। তাই একটা জায়গায় থামতে হবে। তাই এই প্রতিবাদ করা হয়েছে।"
advertisement
advertisement
শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, "২০২১ এর বিজেপি বিধানসভায় আসার পর থেকে দেখছি ৩১ বছর আমরা বিরোধীতা করেছি কিন্তু যে ভাবে বিজেপি করছে তা বিরল। মুলতুবি প্রস্তাব আলোচনার বিষয়টি সম্পূর্ণ অধ্যক্ষ্যর বিষয়।" এক্ষেত্রে সামান্যতম যোগ্যতা বিরোধী দলনেতার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, "অভিজ্ঞতার অভাব, চিন্তার অভাব রয়েছে বিরোধী দলনেতার। নিজেকে উন্নত করতে হবে তাঁকে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2022 2:40 PM IST