Sovan Chatterjee on Divorce Case: 'বৈশাখীর সঙ্গে ছিলাম, আছি, থাকব!' ডিভোর্স আর্জি খারিজ হওয়ার পর কী বললেন শোভন?

Last Updated:

২০১৭ সালে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷

আদালতে খারিজ হয়ে গেল শোভনের আর্জি৷
আদালতে খারিজ হয়ে গেল শোভনের আর্জি৷
তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন৷ আদালত রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ডিভোর্সের আর্জি খারিজ করে দেওয়ার পরেও স্পষ্ট জানিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়৷ সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় শোভন আরও ইঙ্গিত দিয়েছেন, আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সম্ভবত কলকাতা হাইকোর্টে ফের ডিভোর্সের আর্জি জানিয়ে মামলা করবেন তিনি৷
২০১৭ সালে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ আট বছর মামলা চলার পর এ দিন সেই আবেদন খারিজ করে দিয়েছেন আলিপুর নগর ও দায়রা আদালতের প্রথম অতিরিক্ত জেলা বিচারক রাজেশ চক্রবর্তী৷ একই সঙ্গে অবশ্য রত্না চট্টোপাধ্যায় শোভনের সঙ্গে থাকতে যে আবেদন জানিয়েছিলেন, তাও খারিজ করে দিয়েছেন বিচারপতি৷
advertisement
আদালতের এই নির্দেশকে নিজের জয় হিসেবেই দেখছেন রত্না চট্টোপাধ্যায়৷ এ দিন আদালতের রায়ের পর শোভনকে আবারও বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করেছেন তাঁর ছেলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়৷ যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়েই শোভন বলেন, ‘বৈশাখীর সঙ্গেই আছি, থাকব৷ দীর্ঘ আট বছর ধরে যে লড়াই করেছি, যে সত্যের উপরে দাঁড়িয়ে লড়েছি, যে কারণে বিবাহ বিচ্ছেদ চেয়েছি- তা এখনও বিশ্বাস করি৷ সামাজিক বিচ্ছেদ হয়েই গিয়েছে, আইনি ভাবেও সম্পর্কে সুতোয় যেটুকু ঝুলে রয়েছে, সেটুকুও ছিন্ন করার জন্য যা করার করব৷ বৈশাখী রয়েছেন, ছিলেন, আছেন৷ আমি যখন হাত ধরি, ছাড়ি না৷ বৈশাখীর সঙ্গে বন্ধন হৃদয়ের বন্ধন৷ এই সম্পর্ক কতটা শক্তিশালী এবং দামি, আমরা দু জনেই জানি৷ কোনও শক্তি আমাদের আলাদা করতে পারবে না৷’
advertisement
advertisement
বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘রত্না চট্টোপাধ্যায় গতকাল শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী ছিলেন, আজ আছেন, আগামিকাল থাকবেন কি না উচ্চ আদালত ঠিক করবে৷ আমাদের মধ্যে যখন সম্পর্ক গড়ে উঠেছিল তখনও জানতাম ও ডিভোর্স মামলা লড়ছে৷ এতদিনে কোনওকিছুই আমাদের সম্পর্কের উপরে রেখাপাত করেনি৷ আমাদের সম্পর্কের ব্যপ্তিকে এসব দিয়ে মাপা যাবে না৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan Chatterjee on Divorce Case: 'বৈশাখীর সঙ্গে ছিলাম, আছি, থাকব!' ডিভোর্স আর্জি খারিজ হওয়ার পর কী বললেন শোভন?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement