করোনার জেরে কর্মী কম, রেলের নজরদারিতে ভরসা ড্রোন

Last Updated:

ড্রোনের মাধ্যমেই রেলের সম্পত্তিতে নজর রাখছে আরপিএফ।

#কলকাতা: করোনার জেরে কর্মীতে টান। নজরদারির জন্য এবার ড্রোনের সাহায্যে নিচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। ড্রোনের মাধ্যমেই রেলের সম্পত্তিতে নজর রাখছে আরপিএফ।
করোনা আবহে সংকট। কম কর্মী। এই পরিস্থিতিতে ড্রোনকে অস্ত্র করে নজর রাখছে রেল। নিয়মিত ট্রেন চলাচল বন্ধ থাকলেও, স্পেশাল ট্রেন পরিষেবা চালু আছে। এছাড়া মাঝে মধ্যেই চলাচল করছে শ্রমিক স্পেশাল ট্রেন। প্রতিদিন রেলের কর্মীদের নিয়ে যাতায়াত করছে স্টাফ স্পেশাল। তবে ভারতীয় রেলে এখন সবচেয়ে বেশি যাতায়াত করছে পণ্য পরিবহণের জন্যে বিশেষ ট্রেন। এই পরিস্থিতিতে স্টেশন, গুডস শেড, লাইন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজে নজরদারিও প্রয়োজন। কিন্তু, করোনার কারণে পূর্ণ মাত্রায় কর্মী দিয়ে কাজও সম্ভব নয়। এই পরিস্থিতিতে নজরদারির কোনও ফাঁক না থাকে সেই কারণেই সাহায্য নেওয়া হচ্ছে ড্রোনের। দক্ষিণ-পূর্ব রেলের চার ডিভিশন খড়গপুর, আদ্রা, চক্রধরপুর ও রাঁচি ডিভিশনের সর্বত্র মোতায়েন করে রাখা আছে এই ড্রোন।
advertisement
দক্ষিণ-পূর্ব রেলের  সিপিআরও সঞ্জয় ঘোষের মতে, রেলের সম্পত্তি রক্ষায় ড্রোনের সাহায্যে দূর থেকে নজরদারি সম্ভব ৷
advertisement
RPF সূত্রে খবর, দিন ও রাতে ড্রোন ওড়ানোয় কোনও সমস্যা নেই। একটি নির্দিষ্ট জায়গা থেকে ২ কিলোমিটার এলাকা স্পষ্ট এবং পরিষ্কার ভাবে দেখা যায়। বিশেষ করে রেল লাইন, রিলে রুম, গুডস শেডে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
করোনার জেরে কর্মী কম, রেলের নজরদারিতে ভরসা ড্রোন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement