Fake Certificate: ভুয়ো শংসাপত্র তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য, ৫১০টি ডেথ সার্টিফিকেট বাতিল করতে জন্য স্বাস্থ্য দফতরকে চিঠি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
চিফ রেজিস্টার অফ বার্থস অ্যান্ড ডেথসকে চিঠি পাঠানো হয়েছে যাতে অবিলম্বে এই ডেথ সার্টিফিকেটগুলি বাতিল করা হয়।
কলকাতা: জন্মের ভুয়ো শংসাপত্রের পর এবার মৃত্যু শংসাপত্রও ভুয়ো। দক্ষিণ ২৪ পরগনার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে জন্মের ভুয়ো শংসাপত্র তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো ডেথ সার্টিফিকেটও তৈরি করা হয়েছে। ৫১০টি ভুয়ো মৃত্যু শংসাপত্র ইস্যু হয়েছে যার কোনও রেকর্ড নেই।দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও পুলিশের যৌথ তদন্তে এমনই তথ্য উঠে এল। ৫১০টি ডেথ সার্টিফিকেট বাতিল করার জন্য স্বাস্থ্য দফতরকে চিঠি দেওয়া হয়েছে।
চিফ রেজিস্টার অফ বার্থস অ্যান্ড ডেথসকে চিঠি পাঠানো হয়েছে যাতে অবিলম্বে এই ডেথ সার্টিফিকেটগুলি বাতিল করা হয়।
আরও পড়ুন: মোবাইল থেকে দূরে থেকেই NEET-এ অসাধারণ রেজাল্ট দুই ভাইয়ের, সাফল্যের পিছনে রয়েছে আরও সিক্রেট!
advertisement
জন্মের ভুয়ো শংসাপত্রকে কেন্দ্র করে বিতর্কে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে কাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে, তার আগাম অনুমতি নিতে হবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার থেকে, জেলায় জেলায় নির্দেশ রাজ্যের।
advertisement
সূত্রের খবর, রাজ্যের কয়েকটি জায়গায় জন্মের ভুয়ো শংসাপত্রকে কেন্দ্র করে বাধে বিতর্ক। তাই এবার নিরাপত্তা সংক্রান্ত কড়া পদক্ষেপ রাজ্যের। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে কাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে, তার আগাম অনুমতি নিতে হবে রাজ্যের ‘চিফ রেজিস্ট্রার অফ বার্থস এন্ড ডেথস’-এর থেকে। প্রতিটি জেলায় জারি এই নির্দেশিকা।
advertisement
advertisement
নিয়োগপত্র দেওয়ার পর ওই ব্যক্তির নাম, মোবাইল নম্বর, ইউজার আইডি, ইমেইল বদল হলে সেটিও ‘চিফ রেজিস্ট্রার অফ বার্থস এন্ড ডেথসে’র থেকে অনুমোদন নিতে হবে। অনুমোদন নেওয়ার পরই তা করা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 1:55 PM IST