#কলকাতা: শুক্রবারই প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার এই খবর আসার পরে মৌন থাকলেও শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহের সফর নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিলেন সৌরভ। সেখানে উঠে এলে দই রসগোল্লা প্রসঙ্গও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় নতুন দলীয় প্রধান কার্যালয়ে প্রথম দলীয় সভার পর অমিত শাহের সৌরভের বাড়ি যাওয়ার প্রসঙ্গে বলেন, সৌরভের বাড়িতে যাচ্ছেন অমিত শাহ, সৌরভকে বলব, ওঁকে দই-রসগোল্লা খাওয়াতে। এদিন সাংবাদিকদের সামনে সেই বিষয়ও ওঠে। তাতে সৌরভ বলেন, দিদি বাঙালি, তাই বাঙালি মতে অতিথিদের আপ্য়ায়ণের নিয়ম মেনেই দই-রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: সৌরভের বাড়িতে কেন যাচ্ছেন অমিত শাহ? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা শুরুআরও পড়ুন: ফের ঝড়ের মুখে বাংলা, নবান্নে বসছে জরুরি বৈঠক! কী নিয়ে আলোচনা?
এর পরেই ওঠে দই-রসগোল্লা প্রসঙ্গ। সৌরভ বলেন, দিদি বাঙালি, বাঙালিরা যে ভাবে এক জন অতিথিকে আপ্য়ায়ন করেন, সে ভাবেই তিনি আপ্য়ায়ন করতে বলেছেন। তবে নৈশভোজে কী কী থাকছে, মানে মেনু কী থাকছে। সৌরভ বলেছেন, আমি এখনও ঠিক জানি না। শুধু জানি উনি নিরামিষ খান। তার পর ফের সাংবাদিকরা এই সাক্ষাতের কারণ জিজ্ঞাসা করেন। সৌরভ আবারও বলেন, ওঁর সঙ্গে আমার অনেকদিনের আলাপ। আমি ওঁর ছেলের সঙ্গে কাজ করেছি। আগে তেমন করে কথা হয়নি, তাই এ বার হবে।
Eron Roy Barman
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Sourav Ganguly