রাজ্যের শিক্ষাসচিবকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে ধর্মেন্দ্রকে চিঠি সৌমিত্রর

Last Updated:

Soumitra Khan:  চাকরিপ্রার্থীদের বিক্ষোভে যেভাবে গোটা রাজ্য তোলপাড় সে প্রসঙ্গেই কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইলেন বিজেপি সাংসদ। শিক্ষক নিয়োগ পদে ব্যাপক দুর্নীতি হয়েছে এমনটাই মনে করেন সৌমিত্র খাঁ।

শিক্ষক নিয়োগ পদে ব্যাপক দুর্নীতি হয়েছে এমনটাই মনে করেন সৌমিত্র খাঁ
শিক্ষক নিয়োগ পদে ব্যাপক দুর্নীতি হয়েছে এমনটাই মনে করেন সৌমিত্র খাঁ
কলকাতা-  শিক্ষক নিয়োগ পদে লাগাতার আন্দোলন, বিক্ষোভ, অনশন, আন্দোলনকারীদের পুলিশি 'হেনস্থা'। এই মর্মে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখে হস্তক্ষেপ দাবি করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুধুমাত্র হস্তক্ষেপ দাবি করাই নয়, রাজ্যের শিক্ষা সচিবকে দিল্লিতে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন সৌমিত্র খাঁ। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে যেভাবে গোটা রাজ্য তোলপাড় সে প্রসঙ্গেই কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইলেন বিজেপি সাংসদ। শিক্ষক নিয়োগ পদে ব্যাপক দুর্নীতি হয়েছে এমনটাই মনে করেন সৌমিত্র খাঁ।
ইতিমধ্যেই আদালতের নির্দেশে সেই দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। করুণাময়ীতে যেভাবে অনশনরত চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বলপূর্বক অতি সক্রিয় ভূমিকা পালন করেছে, সে ব্যাপারেও ক্ষোভ  প্রকাশ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক হারে দুর্নীতির উল্লেখ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে সৌমিত্র খাঁ উল্লেখ করেন, " দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা, তবুও রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইস্যুতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। ২০১৪ সালের টেট উত্তীর্ণরা আমরণ অনশনে শামিল হলেও তাঁদের দাবির ব্যাপারে তো কোনও রকম পদক্ষেপ তো নেয়ইনি সরকার, উল্টে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাদের পাশবিক অত্যাচার করে আন্দোলন ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার হাজার হাজার মেধাবী চাকরি প্রার্থীরা আজ এক অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন।"- অভিযোগ সৌমিত্রর।
advertisement
advertisement
আরও পড়ুন : হায় রে জন্মদিন! জেলেই রাত কাটল টেট উত্তীর্ণ অচিন্ত্যর
তাই এ ব্যাপারে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেন তিনি। এখন দেখার সৌমিত্র খাঁর লেখা চিঠির পরিপ্রেক্ষিতে আদৌ কোন পদক্ষেপ নেন কিনা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বলাবাহুল্য, শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লেখা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর চিঠিতে শিক্ষক নিয়োগ পদে লাগামছাড়া দুর্নীতির পাশাপাশি টেট পরীক্ষাতেও ব্যাপক অনিয়ম হয়েছে বলেও উল্লেখ রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের শিক্ষাসচিবকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে ধর্মেন্দ্রকে চিঠি সৌমিত্রর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement