Sougata Roy: এবার জঙ্গলমহলে ভেঙে পড়বে BJP! বড় ইঙ্গিত দিলেন তৃণমূল সাংসদ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sougata Roy: শুক্রবার সৌগত রায় বলেন, ''বিজেপির কথা বলতে গেলে সুকান্তর কবিতা মনে পড়ছে বিদ্রোহ আজ। তাসের ঘরের মতো বিজেপি ভাঙবে।''
#কলকাতা: বিধানসভা ভোটের পর থেকে বঙ্গ বিজেপি-তে যে কলহ দানা বেঁধেছে, তা থামার লক্ষণ নেই এখনও। প্রায় নিত্যদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপি-তে ভাঙনের খবর মিলছে। একাধিক বিধায়ক দল ছেড়েছেন, বহু বিধায়ক সেই তালিকায় ইতিমধ্যেই নাম লিখিয়ে রেখেছেন বলে কানাঘুষো চলছে। এই পরিস্থিতিতে বিজেপি-তে ভাঙনের আরও বড় ইঙ্গিত দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)।
শুক্রবার সৌগত রায় বলেন, ''বিজেপির কথা বলতে গেলে সুকান্তর কবিতা মনে পড়ছে বিদ্রোহ আজ। তাসের ঘরের মতো বিজেপি ভাঙবে। একটা ইমারত গড়েছিল বিজেপি। যার ভিত ছিল কাঁচা। তাই ভাঙছে। এটা মহাভারতের মুষল পর্ব। বনগাঁ দিয়ে শুরু। এবার জঙ্গলমহলের দিকে। অনেকেই প্রতিবাদ করেছেন। বিজেপির আরও ভাঙন হবে।''
advertisement
advertisement
এদিন মোদি সরকারকেও একাধিক ইস্যুতে আক্রমণ শানান সৌগত রায়। ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি সরানো নিয়ে সৌগতর তোপ, ''অমর জওয়ান জ্যোতি নেভানো হচ্ছে। ইন্দিরা গান্ধী শুরু করেছিলেন যা। আর বলছে মোদির ওয়্যার মেমোরিয়ালে যাবে সেটা। কেন্দ্র দ্বি-চারিতা করছে। অমর জওয়ান জ্যোতি সরানো খুব খারাপ। ৩৮০০ জন ভারতীয় সেনা মারা গিয়েছিলেন। ওটা একটা দর্শনীয় জায়গা ছিল। মোদি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল করেছে। তার জন্য অমর জওয়ান জ্যোতি সরানো হল। এটা মানা যাচ্ছে না। এর তীব্র বিরোধিতা করছি। এটা মানা যায় না। এটা সম্পূর্ণ রাজনীতি। ওরা শুধু ওদের কথাই ভাবে। ইতিহাস মুছে দেওয়া, বদলানোর চেষ্টা করছে। আর এস এস বিজেপির এই প্রচেষ্টা চলছে। এটা নিন্দনীয়। বিজেপি আর এস এসের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা ছিল না। তাই এই সব করছে।''
advertisement
এদিন রাজ্যে স্কুল খোলা নিয়েও মুখ খুলেছেন সৌগত রায়। তিনি বলেন, ''স্কুল না খোলায় ক্ষতি হচ্ছে, এটা সঠিক। শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সব ঠিক করবেন। হ্যাঁ ঠিক করোনা গ্রাফ নিম্নমুখী। তবে করোনা শেষ হয়নি। বিশেষজ্ঞরা জানাক। তাই যথাযথ সিদ্ধান্ত নেবে রাজ্য।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2022 5:28 PM IST