Sougata Roy: ২০২৩ পঞ্চায়েত-২০২৪ লোকসভা, একুশের মঞ্চে তৃণমূলের লক্ষ্য জানালেন সৌগত রায়!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sougata Roy: এই নিয়ে ২৯ বছর হল। মমতার সঙ্গে আমরাও বৃদ্ধ হয়েছি। একার ডাকে সমাবেশ ডেকেছিল মমতা। বললেন সৌগত রায়।
#কলকাতা: শুরু হয়ে গেল তৃণমূলের ঐতিহাসিক শহিদ সমাবেশ। ২১ জুলাইতে জনজোয়ার কলকাতায়। একে একে বক্তব্য রাখছেন তৃণমূলের একের পর এক নেতা। দেখে নেওয়া যাক, কী বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
সৌগত রায়:
এই নিয়ে ২৯ বছর হল। মমতার সঙ্গে আমরাও বৃদ্ধ হয়েছি। একার ডাকে সমাবেশ ডেকেছিল মমতা। তাই তার প্রতি আক্রমণ করেছিল বামেরা। জানত মমতাই ওদের সরাতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটি থেকে অন্যত্র সরতে চাননি। তাই এখানেই সমাবেশ করেছে। সারা দেশের মানুষ মমতার প্রতি আস্থা রেখেছে।
advertisement
advertisement
১৯৯৮ সালে মমতা বন্দোপাধ্যায় শুরু করেন তৃণমূল। মমতা মাত্র এক বার এই সমাবেশ ব্রিগেডে করেছিল। আন্দোলনে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছেন। মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী করেছে। উন্নয়নের ফসল সে পৌঁছে দিয়েছে। রাজ্যের সীমিত ক্ষমতায় তিনি কাজ করছেন। বাংলায় তৃণমূলই জিতবে। ২০২৩ পঞ্চায়েত, ২০২৪ লোকসভা জিতবে তৃণমূল। দিল্লি থেকে এসেও জিততে পারেননি বিজেপি নেতারা।
advertisement
আসল লড়াই এখনও বাকি আছে। সাম্প্রদায়িক একটা সরকার আছে কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মানুষ তাদের সরাবে। অভিষেক ভিন রাজ্যে চেষ্টা করছেন সংগঠন বাড়াতে। একদিনে হবে না, কিন্তু ঠিক সেই লক্ষ্যে আমরা পৌঁছব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2022 12:04 PM IST