Sougata Roy: ২০২৩ পঞ্চায়েত-২০২৪ লোকসভা, একুশের মঞ্চে তৃণমূলের লক্ষ্য জানালেন সৌগত রায়!

Last Updated:

Sougata Roy: এই নিয়ে ২৯ বছর হল। মমতার সঙ্গে আমরাও বৃদ্ধ হয়েছি। একার ডাকে সমাবেশ ডেকেছিল মমতা। বললেন সৌগত রায়।

লক্ষ্য জানালেন সৌগত
লক্ষ্য জানালেন সৌগত
#কলকাতা: শুরু হয়ে গেল তৃণমূলের ঐতিহাসিক শহিদ সমাবেশ। ২১ জুলাইতে জনজোয়ার কলকাতায়। একে একে বক্তব্য রাখছেন তৃণমূলের একের পর এক নেতা। দেখে নেওয়া যাক, কী বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
সৌগত রায়:
এই নিয়ে ২৯ বছর হল। মমতার সঙ্গে আমরাও বৃদ্ধ হয়েছি। একার ডাকে সমাবেশ ডেকেছিল মমতা। তাই তার প্রতি আক্রমণ করেছিল বামেরা। জানত মমতাই ওদের সরাতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটি থেকে অন্যত্র সরতে চাননি। তাই এখানেই সমাবেশ করেছে। সারা দেশের মানুষ মমতার প্রতি আস্থা রেখেছে।
advertisement
advertisement
১৯৯৮ সালে মমতা বন্দোপাধ্যায় শুরু করেন তৃণমূল। মমতা মাত্র এক বার এই সমাবেশ ব্রিগেডে করেছিল। আন্দোলনে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছেন। মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী করেছে। উন্নয়নের ফসল সে পৌঁছে দিয়েছে। রাজ্যের সীমিত ক্ষমতায় তিনি কাজ করছেন। বাংলায় তৃণমূলই জিতবে। ২০২৩ পঞ্চায়েত, ২০২৪ লোকসভা জিতবে তৃণমূল। দিল্লি থেকে এসেও জিততে পারেননি বিজেপি নেতারা।
advertisement
আসল লড়াই এখনও বাকি আছে। সাম্প্রদায়িক একটা সরকার আছে কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মানুষ তাদের সরাবে। অভিষেক ভিন রাজ্যে চেষ্টা করছেন সংগঠন বাড়াতে। একদিনে হবে না, কিন্তু ঠিক সেই লক্ষ্যে আমরা পৌঁছব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sougata Roy: ২০২৩ পঞ্চায়েত-২০২৪ লোকসভা, একুশের মঞ্চে তৃণমূলের লক্ষ্য জানালেন সৌগত রায়!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement