Shahid Diwas: গিয়েছিলেন বিজেপিতে, ফিরে আসেন তৃণমূলে, বিধায়কের কাঁধে আজ বড় দায়িত্ব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Shahid Diwas: বৃহস্পতিবার বনগাঁ স্টেশন থেকে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও শংকর আঢ্যর নেতৃত্বে ৯:০৫ র বনগাঁ লোকাল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
#কলকাতা: ২০২১-এর বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, বিজেপির টিকিটে জিতেওছিলেন। কিন্তু তারপর ফের ফিরে আসেন পুরনো দলে। তিনি উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সেই বিশ্বজিৎ দাস এবার পুরোদমে নেমেছেন একুশে জুলাইতে যত সংখ্যক কর্মী সমর্থক আনতে।
বৃহস্পতিবার বনগাঁ স্টেশন থেকে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও শংকর আঢ্যর নেতৃত্বে ৯:০৫ র বনগাঁ লোকাল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ২ হাজার কর্মী সমর্থক নিয়ে আমরা এই ট্রেনে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি।
advertisement
advertisement
অন্যদিকে, ২১ শে জুলাইয়ের সভায় সাধারণ মানুষকে নির্বিঘ্নে পৌঁছাতে তৎপর তৃণমূল নেতা আরাবুল ইসলাম। সকাল থেকে হাতিশালা মোড়ে তিনি উপস্থিত হয়ে গাড়িতে তুলে দিচ্ছেন সাধারণ মানুষকে। ওয়াকি টকির মাধ্যমে সাধারণ কর্মীদের নির্দেশ দিচ্ছেন। নিজে হাতে গাড়িতে স্টিকার লাগাচ্ছেন। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।
advertisement
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার হাজার হাজার গাড়ি হাতিশালার উপর দিয়ে নিউটাউন হয়ে ধর্মতলায় সভামঞ্চের পাশে যাওয়ার চেষ্টা সকলের। সে কারণেই সকল থেকে আরাবুল ইসলামের এই তৎপরতা। সঙ্গী আরাবুল পুত্র হাকিমূল ইসলাম, সামিম আহমেদ, খয়রুল ইসলাম সহ অনান্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2022 11:40 AM IST