Mamata Banerjee | Sonia Gandhi: মমতার কাছে এল ফোন, সনিয়ার বার্তায় রাষ্ট্রপতি নির্বাচনে বড় কোনও চমক?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee | Sonia Gandhi: সূত্রের খবর, মমতা বন্দ্য়োপাধ্যায়কে ফোন করে সনিয়া গান্ধি জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের তরফে কোনও কিছু চাপিয়ে দেওয়া হবে না।
#কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। রাষ্ট্রপতি নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে মমতা বন্দোপাধ্যায়ের এই দিল্লি সফর নিয়ে আগ্রহ রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ১৪ জুন দিল্লি যেতে পারেন মমতা বন্দোপাধ্যায়। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের বৈঠকে তিনি অংশ নিতে পারেন। এরই মধ্যে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয় বলে খবর। কংগ্রেস সভানেত্রী ফোন করেন এনসিপি নেতা শরদ পাওয়ারকেও।
সূত্রের খবর, মমতা বন্দ্য়োপাধ্যায়কে ফোন করে সনিয়া গান্ধি জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের তরফে কোনও কিছু চাপিয়ে দেওয়া হবে না। বিরোধী ঐক্যের ভিত্তিতে এমন কাউকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হবে, যিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়ে কাজ করবেন।
advertisement
advertisement
এদিকে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটকে একজোট করতে অনেক আগে থেকেই প্রচেষ্টা শুরু করেছেন মমতা বন্দোপাধ্যায়। একাধিক সময়ে এই বিষয়ে তাঁর সঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথাও হয়েছে৷ তবে যে সময়ে মমতা বন্দোপাধ্যায় দিল্লিতে পা রাখছেন, সেই সময়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোর চর্চা চলছে রাজধানীতে। রাজনৈতিক মহলের মতে, এই নির্বাচন উপলক্ষে বিরোধী জোট দানা বাঁধে কিনা, সেটাই এখন দেখার।
advertisement
বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও। বিভিন্ন বিরোধী দলগুলির সঙ্গে কথা বলা শুরু করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জূন খাড়্গে। মমতা বন্দোপাধ্যায়ও চিঠি দিয়েছেন বিরোধী দলের নেতাদের। তাঁর সঙ্গে সরাসরি কথা বললেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও।
advertisement
বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাদের বিরোধী হিসাবে ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন অভিযোগ বারবার উঠে এসেছে, রাস্তায় নেমে যথাযথ ভাবে আন্দোলন করছেন না কংগ্রেস নেতৃত্ব। দক্ষিণ ভারতের দুই অবিজেপি মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও পিনারাই বিজয়ন অবধি এটাকে সমর্থন করেছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলির এক ছাতার তলায় আসার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। ইতিমধ্যেই এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন মল্লিকার্জূন খাড়গে। বিরোধী দলের মুখ হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, শরদ পাওয়ারের নাম নিয়েও আলোচনা চলছে। দক্ষিণ ভারতের বিজেপি বিরোধী লবির চর্চায় রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2022 11:01 AM IST