Sonali Guha letter to Mamata Banerjee: 'চরম ভুল করেছি, ক্ষমা করে দিন', মমতাকে খোলা চিঠি সোনালি গুহর, ছাড়লেন বিজেপি

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Sonali Guha) দীর্ঘদিনের সঙ্গী এবং সাতগাছিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালি গুহকে (Sonali Guha) এবার বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল৷ এর পরই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন তিনি৷

#কলকাতা: 'ভুল' ভাঙল সোনালি গুহর৷ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ করে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি দিলেন তিনি৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বীকার করেছেন, 'মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না৷'
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী এবং সাতগাছিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালিকে এবার বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল৷ এর পরই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন তিনি৷ যদিও বিজেপি-ও তাঁকে প্রার্থী করেনি৷ সোনালি অবশ্য এ দিন দাবি করেছেন, তাঁকে জোড়াসাঁকো থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেও তিনি রাজি হননি৷ তিনি চেয়েছিলেন দলের হয়ে প্রচার করতে৷
advertisement
এ দিন ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সোনালি লিখেছেন, 'অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে. আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম৷ যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত৷ কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি৷ মাছ যেমন দল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না৷'
advertisement
advertisement
তৃণমূলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে সোনালির কাতর আর্জি, 'দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী৷ দয়া করে আমারে ক্ষমা করে দিন৷ আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না৷ আপনার আঁচলের তলায় আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন৷'
advertisement
কিন্তু কেন বিজেপি ছাড়ছেন? সোনালির দাবি, বিজেপি তাঁকে কাজেই লাগায়নি৷ প্রার্থী হতে নয়, সামাজিক সুরক্ষার জন্যই বিজেপি-তে গিয়েছিলেন তিনি৷ সোনালির দাবি, তিনি প্রচার করতে চাইলেও দল তাঁকে ডাকেনি৷ তাই বিজেপি-তে দমবন্ধ হয়ে আসছিল তাঁর৷ তবে সোনালি বার বারই স্বীকার করে নিয়েছেন, বিজেপি-তে যাওয়া জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত তাঁর৷ প্রাক্তন বিধায়ক বলেন, 'মানুষ মাত্রেই তো ভুল হয়৷ বিজেপি-তে দমবন্ধকর পরিস্থিতি৷ নাথুরাম গডসের জন্মদিন পালন করতে পারব না৷ আমি গান্ধিবাদী মহিলা৷ '
advertisement
সোনালি গুহর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার বাড়ি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ে আমার প্রতিটা নিঃশ্বাসে জড়িয়ে রয়েছেন, প্রতি মুহূর্তে জড়িয়ে রয়েছেন৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাঁচতে পারব না৷ নিজের দলেই ফিরতে চাই৷ ' একই সঙ্গে তিনি বলেন, 'চার জন নেতাকে গ্রেফতার করল৷ বসে থেকে হাত কামড়ালাম৷ নিজাম প্যালেসে গিয়ে দিদির পাশে দাঁড়াতে পারলাম না৷'
advertisement
সোনালির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নম্বর তাঁর কাছে নেই৷ তাই তিনি ট্যুইটেই ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন তিনি৷ সোনালির আশা, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাঁর চিঠি দেখবেন৷ তবে ভুল বুঝতে অনেক দিন দেরি হয়ে গেল বলেও আক্ষেপ করতে শোনা গিয়েছে তাঁকে৷
সোনালি গুহ স্বীকার করে নিয়েছেন, বিজেপি-তে গেলেও তাঁর মন তৃণমূলেই পড়েছিল৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের পারলৌকিক কাজের দিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে চান তিনি৷
advertisement
যদিও সোনালি গুহর দলত্যাগ প্রসঙ্গে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপের হাত থেকেই বিজেপি-র দলীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন সোনালি৷ এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'যেভাবে বিজেপি নেতাদের উপরে আক্রমণ হচ্ছে, তাতে নিজেকে অসুরক্ষিত মনে করছেন৷ যাঁরা লড়াই করার ক্ষমতা ধরেন না, তাঁরা হয় বসে যাবেন না হলে দল পরিবর্তন করবেন৷ বিজেপি সবাইকে সম্মান দিয়েছে৷ ওনার এতদিন তৃণমূলে দমবন্ধ হয়ে আসছিল, আবার এখন বিজেপি-তে দমবন্ধ লাগছে বলে সেই দলেই ফিরে যেতে চাইছেন৷ তার কারণ কি তিনিই বলতে পারবেন৷'
যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'যাঁরা দল ছেড়ে চলে গিয়েছিল তাঁদের ফেরানো হবে কি না, এ বিষয়ে তৃণমূল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি৷ সোনালি গুহর স্বামী আমাকে বেশ কয়েকবার ফোন করেছিলেন৷ কিন্তু দলত্যাগীদের আদৌ ফেরানো হবে কি না, ফেরালেও এক্ষেত্রে দলের নীতি কী হবে তা নিয়ে কোনও সিদ্ধান্তই হয়নি৷'
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sonali Guha letter to Mamata Banerjee: 'চরম ভুল করেছি, ক্ষমা করে দিন', মমতাকে খোলা চিঠি সোনালি গুহর, ছাড়লেন বিজেপি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement