Dilip Ghosh: বিয়ের আর কয়েক ঘণ্টা... তার আগেই এ কী কাণ্ড! দিলীপ ঘোষের বাড়িতে আচমকা ঢুকে পড়ল সাপ, তারপর?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকালে বিষয়টা সকলের নজরে পড়তেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। সেই সাপকে ফেলেও দেওয়া হয় সাবধানে। কারও সে অবশ্য ক্ষতিও করেনি। তবে সাময়িক একটা আতঙ্ক শুরু হয়েছিল।
কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। বিকেল গড়িয়ে সন্ধে হলেই বিয়ের পিঁড়িতে বসবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তোড়জোড় চলছে জোরকদমে। সাজগোজও শুরু করে দিয়েছেন দিলীপ-পত্নী রিঙ্কু। বাড়িতে হাজির হয়েছেন ঘনিষ্ঠরা। এসেছেন রাজ্য ও কেন্দ্র বিজেপির অনেক নেতা। কিন্তু এরই মাঝে হুলস্থুল কাণ্ড। আচমকা বাড়িতে ঢুকে পড়েছে সাপ।
শুক্রবার সকালে বিষয়টা সকলের নজরে পড়তেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। সেই সাপকে ফেলেও দেওয়া হয় সাবধানে। কারও সে অবশ্য ক্ষতিও করেনি। তবে সাময়িক একটা আতঙ্ক শুরু হয়েছিল।
advertisement
দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আসর।রিঙ্কু নিজেই জানিয়েছেন তিনি প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন। রাফ অ্যান্ড টাফ মেজাজটাই তাঁকে আকর্ষণ করত। তিনি বলেন, ‘ও অবশ্য বলে দিয়েছে আশা কোরো না ফুচকা খাওয়াতে নিয়ে যাব, শপিংয়ে নিয়ে যাব। তবে আমার আর ওর অনেক মিল আছে। রান্না করে ছোট মাছ খাওয়াব। ওটা খেতে ও খুব ভালবাসে।’ দিলীপের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাজ্য বিজেপির নেতারা শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
দলের নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ দলের সাংগঠনিক পদাধিকারীরা। বিয়ের আসরে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার। তাই সকালেই শুভেচ্ছা পর্ব সেরে গেলেন। সংঘের প্রচারক হলেও কোন শর্তে বিয়ে করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানালেন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 4:52 PM IST