Snake: কলকাতা পুরসভার 'আতঙ্ক' গেল কোথায়! খুঁজে পেল না বনকর্মীরা, কী সাপ ওটি? শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Snake: কলকাতা পুরসভার অন্দরে বিরাট আতঙ্ক। পা তুলে চেয়ারে বসে কাজ করছেন কর্মীরা। কেন?
কলকাতা: বুধবারের পর বৃহস্পতিবারও সাপ কাণ্ডের ঘটনায় কলকাতা পুরসভায় চাঞ্চল্য ছড়ায়। হাজির চিড়িয়াখানার বন দফতরের কর্মীরা। কিন্তু ব্যর্থ হয়েই ফিরতে হল মিলল না সাপ। আতঙ্কে পুরকর্মীরা। আসল কাজটাই হল না। যে সাপের জন্য আসা তার দর্শনই পেলেন না বনকর্মীরা। তাই কেউটে নাকি ঘরকুনো হেলে জানাই হল না।
সবই হল পুরসভার অন্দরে ভয়টাই কাটল না। গেল কোথায় সেই সাপ! বৃহস্পতিবার সাপের ছবি দেখে যদিও বিষহীন সাপ বলছেন চিড়িয়াখানার জু-কিপার সোমনাথ দেবনাথ। তবু আতঙ্ক কাটছে না পৌরসভার কর্মীদের। মঞ্জু বিশ্বাস পুরকর্মী বলেন, ভয়ে পা তুলে কাজ করছি। হরিশংকর রাম পুরকর্মী বলেন, আতঙ্ক কত রয়েছে। যে কোনও জায়গায় দেখা যেতে পারে। আর সব দেখলে তো ভয় হবেই। বুধবার কলকাতা পুরসভায় অতীন ঘোষের অফিস ঘরে সাপের আতঙ্ক! মেয়র পারিষদ হিসেবে স্বাস্থ্যবিভাগের অফিস ঘরে সাপের দেখা মিলেছিল।
advertisement
আরও পড়ুন: ট্রেন অবরোধে রণক্ষেত্র অশোকনগর, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অজস্র লোকাল ট্রেন! কী ঘটেছে?
সেই পুরনো ঘর তন্নতন্ন করে খুঁজেও কোনও সাপ উদ্ধার করতে পারেনি বন দফতরের কর্মীরা। বৃহস্পতিবার ফের সাপের দেখা মিলল। এবার পুরসভার কাউন্সিলর ক্লাব রুমের বারান্দায়। বুধবার সাপের ছবি তোলা না গেলেও বৃহস্পতিবার সেই সাপের ছবি সামনে এল। এই দুটো সব এক কিনা সেটা নিয়েও রয়েছে ধন্দ্ব। অতীন ঘোষের ঘরের পুরসভা কর্মী বাসু বলেন, গতকাল সব দেখেছিলাম শুক্রবার দেখতে পাইনি। ৩৮ বছর কলকাতা পৌরসভায় চাকরি করেছেন বর্তমান রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মেয়রের ঘরের সামনে রাতের বেলা প্যাঁচার দর্শন পেয়েছেন। কিন্তু সাপ কখনও দেখেননি বলে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
শতবর্ষ প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই পুরসভার বিল্ডিংয়ে ইঁদুরের আতঙ্ক নতুন নয়। নানান আকারের ও প্রকারের ইঁদুরের দেখা মিলেছে। এবার পরপর দুদিন সাপের দেখা মেলায় আতঙ্ক পুরকর্মীদের। শতবর্ষ প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই পুরসভার বিল্ডিংয়ে ইঁদুরের আতঙ্ক নতুন নয়। নানান আকারের ও প্রকারের ইঁদুরের দেখা মিলেছে। এবার পরপর দুদিন সাপের দেখা মেলায় আতঙ্ক পুরকর্মীদের।
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 12:41 PM IST