যন্ত্রণার হাজার দিন! মাথা ন্যাড়া করে প্রতিবাদ মহিলা চাকরিপ্রার্থীর, কাতর আবেদন মুখ্যমন্ত্রীকে

Last Updated:

চাকরির দাবিতে কখনও প্রেস ক্লাবের সামনে, কখনও সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন এই চাকরিপ্রার্থীরা৷

মাথা ন্যাড়া করে প্রতিবাদ চাকরিপ্রার্থীর৷ ছবি- শঙ্কু সাঁতরা
মাথা ন্যাড়া করে প্রতিবাদ চাকরিপ্রার্থীর৷ ছবি- শঙ্কু সাঁতরা
কলকাতা: নিয়োগের দাবিতে গত এক হাজার দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন এসএলএসটি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা৷ ২০১৬ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়৷ কিন্তু প্যানেলের তালিকাভুক্ত হয়েও এই চাকরিপ্রার্থীদের নিয়োগ হয়নি বলে অভিযোগ৷
অভিযোগ, দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীদের মধ্যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন৷ দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর৷ সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার৷ কিন্তু পরে তাঁর চাঁকরিও আদালতের নির্দেশে বাতিল হয়৷
তবে এখনও আদালতে মামলার নিষ্পত্তি হয়নি৷ ফলে কাটেনি নিয়োগ জটও৷ চাকরির দাবিতে কখনও প্রেস ক্লাবের সামনে, কখনও সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন এই চাকরিপ্রার্থীরা৷ বর্তমানে তাঁরা ধর্মতলার কাছে গান্ধিমূর্তির নীচে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন৷
advertisement
advertisement
সেখানেই আজ আন্দোলনের ১০০০ তম দিন পূর্ণ হওয়ার৷ এখনও নিয়োগ না হওয়ার প্রতিবাদে এ দিন মাথা ন্যাড়া করে প্রতিবাদ করেন এক মহিলা এবং পুরুষ চাকরি প্রার্থী৷ মাথা ন্যাড়া করে রাসমণি পাত্র নামে এক চাকরিপ্রার্থী বলেন, ‘অনেক প্রতিশ্রুতি পেয়েছি৷ আর পারছি না৷ আমাদের হাজার দিনের এই কষ্ট যেন মাননীয়ার হৃদয় স্পর্শ করে৷ আমরা চাই উনি আমাদের কাছে আসুক৷’
advertisement
কিন্তু মাথা ন্যাড়া করে প্রতিবাদ কেন? ওই চাকরি প্রার্থী বলেন, ‘অনেক যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি৷ সিদ্ধান্ত আগে থেকে কেউ নেয় না৷ এখানে সবার জীবনে অনেক সমস্যা রয়েছে৷’
এর আগেও আন্দোলনের বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে নানা কর্মসূচি নিয়েছেন চাকরিপ্রার্থীরা৷ কিন্তু কাজের কাজ হয়নি৷ এমন কি, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা৷ তার পরেও মেলেনি বহু কাঙ্খিত নিয়োগপত্র৷ কবে আদৌ তা মিলবে, তা আজও স্পষ্ট নয় চাকরিপ্রার্থীদের সামনে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
যন্ত্রণার হাজার দিন! মাথা ন্যাড়া করে প্রতিবাদ মহিলা চাকরিপ্রার্থীর, কাতর আবেদন মুখ্যমন্ত্রীকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement