Sitaram Yechury: 'ইন্ডিয়া জোটে আপত্তি নেই, বাংলাতে TMC-র সঙ্গে আসন সমঝোতা হবে না,' জানালেন ইয়েচুরি

Last Updated:

Sitaram Yechury: দলীয় কর্মসূচিতে এদিন হাওড়াতে আসেন সিপিএম-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি।
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি।
কলকাতা: দলীয় কর্মসূচিতে এদিন হাওড়াতে আসেন সিপিএম-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ইন্ডিয়া জোট এবং রাজ্যে আসন সমঝোতা-সহ একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমূল একটি অগণতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত সরকার। এই দল কখনও বিজেপির বিকল্প না ছিল না। কোনদিনও হতে পারবে না। বিজেপি এবং আরএসএসকে সরাতে হলে একটি বিকল্প রাজনীতি দরকার এবং আরএসএসের একটি রাজনৈতিক লক্ষ্য রয়েছে।”
সীতারাম ইয়েচুরি বলেন, “তৃণমূল যদি আমাদের সঙ্গে ইন্ডিয়া জোটে এসে লড়াই করে, তাহলে আপত্তির কিছু নেই। বামপন্থী এবং তার সহযোগীরাই বিকল্প হয়ে উঠতে পারে। তৃণমূল কত দিন থাকবে বা না থাকবে, মানুষ তার জবাব দেবে। বিজেপির সঙ্গে সমঝোতা করলেও মানুষ তার জবাব দেবে।”
advertisement
advertisement
রাজ্যে আসন ভাগাভাগির প্রশ্নে সীতারাম ইয়েচুরি বলেন, “ইন্ডিয়া জোটে আমরা আছি এবং কংগ্রেসও আছে। কেরলে আমাদেরে সঙ্গে কংগ্রেসের মূল ভোটের লড়াই হয়। কিন্তু এতে জোটে কোনও প্রভাব পড়ে না। তৃণমূলে সঙ্গে ইন্ডিয়া জোটে থাকলেও বাংলাতেও কোনও আসন সমঝোতা হবে না এই বিষয়ে।”
advertisement
মহুয়া মৈত্রের এথিক্স কমিটির তলবের প্রসঙ্গে তিনি বলেন, “আমি দশ বছর এথিক্স কমিটির সদস্য ছিলাম। কখনোই এত দ্রুত বৈঠক হয়নি। তবে মহুয়া মৈত্রের বিষয়ে এত সক্রিয়তা। নিয়ম আছে। সেটা ফলো করা হোক। কমিটির কাজ নয় কাউকে হেনস্থা করা। আমি বলছি না এদিক আজ না করুক যেখানে দুর্নীতি অবশ্যই সেখানে পদক্ষেপ করুক, কিন্তু দুর্নীতির নামে হেনস্থা করা সেটাতেই আমাদের আপত্তি থাকবে। অভিযুক্তরা বিজেপিতে গেলেই সেই তদন্ত বন্ধ হয়ে যায়।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sitaram Yechury: 'ইন্ডিয়া জোটে আপত্তি নেই, বাংলাতে TMC-র সঙ্গে আসন সমঝোতা হবে না,' জানালেন ইয়েচুরি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement