Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন? সিদ্ধান্ত জানিয়ে দিলেন সীতারাম ইয়েচুরি
- Published by:Debamoy Ghosh
- Reported by:UJJAL ROY
Last Updated:
লোকসভার আগে এই মন্দির উদ্বোধন ভোটে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অঙ্ক কষতে বসে গিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।
কলকাতা: আাগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করা হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরও অনেকে। কিন্তু আমন্ত্রণ পেলেও সেখানে যাচ্ছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷
দলের পক্ষ থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, “সিপিএম মনে করে ধর্ম প্রতিটি মানুষের ব্যক্তিগত বিষয়। প্রতিটি মানুষের ধর্ম পালন করার অধিকার রয়েছে। আমরা সেই বিষয়টাকে রক্ষা করার চেষ্টা করি সব সময়। কিন্তু অযোধ্যায় যে অনুষ্ঠান হতে চলেছে তা পুরোটাই রাষ্ট্রের মদতে হচ্ছে। মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে পুরোপুরি রাজনীতি করা হচ্ছে। যা দেশের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণেই ওই অনুষ্ঠানে আমি থাকতে পারব না।”
advertisement
advertisement
একই সঙ্গে তাঁর যুক্তি, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশেও বলা হয়েছে, রাষ্ট্র কোনও ধর্ম প্রচারের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। কিন্তু সেই নির্দেশও মানা হচ্ছে না বলে অভিযোগ তাঁর।
ইতিমধ্যেই মন্দির ঘিরে সাজো সাজে রব। মন্দিরের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিশাল মন্দিরের অধিকাংশ কাজই প্রায় শেষ। এখন শেষ তুলির টান দিচ্ছেন নির্মাণকর্মীরা। মন্দিরের গর্ভগৃহটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। মন্দিরটির দেওয়াল জুড়ে দেখা গিয়েছে অপূর্ব খোদাই করা ভাষ্কর্য। দিনরাত এক করে মন্দির তৈরির শেষ পর্বের কাজ করে চলেছেন শ্রমিকরা। কোথাও চলছে মেঝে মসৃণ করার কাজ, কোথাও আবার ছেনি-হাতুড়ি নিয়ে দেওয়ালে সূক্ষ্ম খোদাইয়ের কাজ করছেন কোনও কর্মী।
advertisement
অন্যদিকে লোকসভার আগে এই মন্দির উদ্বোধন ভোটে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অঙ্ক কষতে বসে গিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। মন্দির উদ্বোধনের জন্য সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এটাকে সাফল্য হিসেবেও প্রচার করার উদ্যোগও নেওয়া হয়েছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে এটাকে হিন্দুত্বের তাস বলেই ব্যাখ্যা করছেন বিরোধী শিবিরের নেতারা। আর তাই মন্দির উদ্বোধনে যাওয়া বা না যাওয়াটাকেও রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2023 5:08 PM IST