Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন? সিদ্ধান্ত জানিয়ে দিলেন সীতারাম ইয়েচুরি

Last Updated:

লোকসভার আগে এই মন্দির উদ্বোধন ভোটে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অঙ্ক কষতে বসে গিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

সীতারাম ইয়েচুরি৷
সীতারাম ইয়েচুরি৷
কলকাতা: আাগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করা হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরও অনেকে। কিন্তু আমন্ত্রণ পেলেও সেখানে যাচ্ছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷
দলের পক্ষ থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, “সিপিএম মনে করে ধর্ম প্রতিটি মানুষের ব্যক্তিগত বিষয়। প্রতিটি মানুষের ধর্ম পালন করার অধিকার রয়েছে। আমরা সেই বিষয়টাকে রক্ষা করার চেষ্টা করি সব সময়। কিন্তু অযোধ্যায় যে অনুষ্ঠান হতে চলেছে তা পুরোটাই রাষ্ট্রের মদতে হচ্ছে। মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে পুরোপুরি রাজনীতি করা হচ্ছে। যা দেশের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণেই ওই অনুষ্ঠানে আমি থাকতে পারব না।”
advertisement
advertisement
একই সঙ্গে তাঁর যুক্তি, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশেও বলা হয়েছে, রাষ্ট্র কোনও ধর্ম প্রচারের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। কিন্তু সেই নির্দেশও মানা হচ্ছে না বলে অভিযোগ তাঁর।
ইতিমধ্যেই মন্দির ঘিরে সাজো সাজে রব। মন্দিরের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিশাল মন্দিরের অধিকাংশ কাজই প্রায় শেষ। এখন শেষ তুলির টান দিচ্ছেন নির্মাণকর্মীরা। মন্দিরের গর্ভগৃহটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। মন্দিরটির দেওয়াল জুড়ে দেখা গিয়েছে অপূর্ব খোদাই করা ভাষ্কর্য। দিনরাত এক করে মন্দির তৈরির শেষ পর্বের কাজ করে চলেছেন শ্রমিকরা। কোথাও চলছে মেঝে মসৃণ করার কাজ, কোথাও আবার ছেনি-হাতুড়ি নিয়ে দেওয়ালে সূক্ষ্ম খোদাইয়ের কাজ করছেন কোনও কর্মী।
advertisement
অন্যদিকে লোকসভার আগে এই মন্দির উদ্বোধন ভোটে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অঙ্ক কষতে বসে গিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। মন্দির উদ্বোধনের জন্য সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এটাকে সাফল্য হিসেবেও প্রচার করার উদ্যোগও নেওয়া হয়েছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে এটাকে হিন্দুত্বের তাস বলেই ব্যাখ্যা করছেন বিরোধী শিবিরের নেতারা। আর তাই মন্দির উদ্বোধনে যাওয়া বা না যাওয়াটাকেও রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন? সিদ্ধান্ত জানিয়ে দিলেন সীতারাম ইয়েচুরি
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement