এবার SIR শুরু হবে পশ্চিমবঙ্গেও? কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বললেন, ‘ফিউচারে তো..’

Last Updated:

বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিককে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এক লাফে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হল প্রায় দ্বিগুণ। বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন ১২ হাজার টাকা।

News18
News18
কলকাতা, প্রীতি সাহা: বিহারের তো চলছেই৷ ভোটার তালিকার ‘নিবিড় সমীক্ষার’ পরে বাদ গিয়েছে ৬৫ লক্ষ নাম৷ বিধানসভা নির্বাচনের আগে SIR, স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশন নিয়ে তোলপাড় হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ অবশেষে, যৌথ আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বিরোধী এবং সরকার পক্ষ৷ ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ তাহলে কি এবার পশ্চিমবঙ্গেও শুরু হবে SIR? পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের মন্তব্যে উস্কে গেল সেই জল্পনা৷
শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেল বেরনোর সময় এমন মন্তব্য করলেন মনোজ আগরওয়াল, তাতে সম্ভাবনা তৈরি হল, ভোটের আগে পশ্চিমবঙ্গেও শুরু হতে পারে ভোটার তালিকার এই ‘নিবিড় সমীক্ষা’৷
advertisement
advertisement
শনিবার মনোজ আগরওয়াল বলেন, ‘‘SIR তো হতেই পারে৷ ফিউচারে তো হতেই পারে৷ পরে তো ট্রেনিং হবে না৷ ইলেকশন তো হবে ৬-৮ মাস পরে৷ আমরা গোটা সিলেবাস একবারই করাব না, যেটা আছে৷’’
মুখ্য নির্বাচনী আধিকারিকের এমন মন্তব্যে এটা অন্তত স্পষ্ট যে এসআইআর-এর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকছেন তাঁরা৷
স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বিশেষ ভাতা৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ ভোটার তালিকা সংশোধন বা কমিশন নির্দেশিত যে কোনও বিশেষ কর্মসূচি (special drive) করলে বুথ লেভেল অফিসাররা (BlO) অতিরিক্ত দু-হাজার টাকা পাবেন।
advertisement
বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিককে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এক লাফে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হল প্রায় দ্বিগুণ। বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন ১২ হাজার টাকা।
advertisement
সুপারভাইজার হিসেবে যে সমস্ত বুথ লেভেল অফিসারেরা কাজ করবেন তাঁরা পাবেন বার্ষিক ১৮০০০ টাকা। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার SIR শুরু হবে পশ্চিমবঙ্গেও? কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বললেন, ‘ফিউচারে তো..’
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement