১৬টা ছেলে গাদাগাদি করে থাকত একটা ফ্ল্যাটে...চাল দেখলে মাথাখারাপ হয়ে যেত! তারপর একদিন রেইড করল পুলিশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
দেদার খানা পিনা...হুল্লোড়৷ বাইরেও এত খরচ করত, লোকে ভাবত কী করে এরা কে জানে? কী করে পায় এত টাকা? ভাবত সবাই, জানত না কেউ৷
[caption id="" align="aligncenter" width="1200"] উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটা ছোট্ট ফ্ল্যাটের ঘটনা৷ সেই ফ্ল্যাটের মধ্যেই থাকত ১৬ জন যুবক৷ কার্যত ঠেসেঠুসে৷ কিন্তু, ওইটুকু ফ্ল্যাটে থাকলে কী হবে...ওদের চালই ছিল আলাদা৷ Generated image</dd>
<dd>[/caption]
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] দেদার খানা পিনা...হুল্লোড়৷ বাইরেও এত খরচ করত, লোকে ভাবত কী করে এরা কে জানে? কী করে পায় এত টাকা? ভাবত সবাই, জানত না কেউ৷ Generated image</dd>
<dd>[/caption]
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] হঠাৎ করেই লখনউয়ের স্মৃতি অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসনের ফ্ল্যাটে রেইড করল পুলিশ৷ গ্রেফতার করা হয় ফ্ল্যাটে থাকা ১৬ জন যুবককে৷ উদ্ধার হয় নগদ ১ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা। এর সাথে ৫৪টি মোবাইল, ৫টি ল্যাপটপ, ৭৯টি এটিএম কার্ড, ১৩টি চেক বই, ২২টি পাসবুক, ২টি ট্যাবলেট এবং জাল টোকেন নোটও উদ্ধার করা হয় ওই ফ্ল্যাট থেকে। Generated image</dd>
<dd>[/caption]
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] জানা গিয়েছে, একটা অনলাইন গেমিং প্রতারণা চক্র চালাত এই ১৬ জন৷ চালাকি করে সাধারণ মানুষের কাছ থেকে লুটত টাকা৷ এই লোকেরা প্রথমে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে লোকেদের সাথে যোগাযোগ করত এবং তাদের একটি বিশেষ গেমিং এবং বেটিং অ্যাপ ডাউনলোড করতে বলত। Generated image</dd>
<dd>[/caption]
advertisement
প্রাথমিকভাবে, লোকেদের গেমে জিতিয়ে আনা হত৷ যাতে তারা গেমিং অ্যাপে বিশ্বাস করে এবং আরও টাকা লাগায়। যখন তাঁরা প্রচুর পরিমাণে টাকা লাগিয়ে ফেলত, তখন তাদের হারিয়ে দেওয়া হত। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে ১২ জন ছত্তিশগড়ের এবং ৪ জন গুজরাটের বাসিন্দা। Generated image
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] এই ব্যক্তিরা দরিদ্র ও অভাবী মানুষের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলত, যাকে বলে "মিউল অ্যাকাউন্ট"। মানুষের কাছ থেকে প্রতারণা করা টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা করা হত এবং তারপর এই গ্যাং সদস্যরা এটিএমের মাধ্যমে এই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলে নিত। Generated image</dd>
<dd>[/caption]
advertisement
গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে ১২ জন ছত্তিশগড়ের এবং ৪ জন গুজরাটের বাসিন্দা। পুলিশ এখন এই গ্যাংয়ের নেটওয়ার্কের বিষয়ে তদন্ত করছে৷ এর পিছনে আর কে জড়িত এবং এখনও পর্যন্ত কতজনকে প্রতারণা করা হয়েছে তার খোঁজ করা হচ্ছে। পুলিশ কমিশনার এই পুরো ঘটনাটির প্রকাশকারী দলকে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে যে, শীঘ্রই এই গ্যাংয়ের সাথে যুক্ত আরও ব্যক্তিদেরও গ্রেফতার করা হবে। Generated image