রাজ্যে এবার SIR! পুজো মিটতেই বিশেষ প্রস্তুতি, আসছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের টিম!

Last Updated:

সব রাজ্যেই SIR! সব রাজ্যকেই SIR প্রস্তুতির নির্দেশ। ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষের নির্দেশ। সব রাজ্যের CEO-কে নির্দেশ কমিশনের। অক্টোবরেই শুরু হতে পারে।

দুর্গাপুজো শেষ হতেই শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার প্রস্তুতি।
দুর্গাপুজো শেষ হতেই শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার প্রস্তুতি।
দুর্গাপুজো শেষ হতেই শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার প্রস্তুতি। সেই লক্ষ্যে আগামী সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম।
জাতীয় নির্বাচন কমিশনের এই টিমের নেতৃত্বে থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার। ৭ অক্টোবর রাতেই কলকাতায় পৌঁছবেন তাঁরা। এর পর ৮ অক্টোবর রাজ্যের সব জেলার জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে বৈঠকে বসবেন এই চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও।
advertisement
advertisement

আলোচনার মূল বিষয়

বৈঠকে প্রতিটি জেলায় Special Intensive Revision প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক খুঁটিনাটি খতিয়ে দেখা হবে।

জেলা পরিদর্শনও করবেন

advertisement
শুধু বৈঠক নয়, এরপর জেলায় জেলায় গিয়েও প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের টিমের সদস্যরা।
ইতিমধ্যেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে প্রস্তুতির কাজ চূড়ান্ত করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার জাতীয় কমিশনের এই টিমের সফরের পরেই প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে মনে করা হচ্ছে।
স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর প্রস্তুত বলে জানানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল। যদিও এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে কোনও রিপোর্ট পাঠানো হয়েছে কি না তা স্পষ্ট নয়। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ব্যাখ্যা, সিইও দফতর স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে এবার SIR! পুজো মিটতেই বিশেষ প্রস্তুতি, আসছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের টিম!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement