Belghoria Shootout: ভরদুপুরে বি টি রোডের উপরে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে পর পর গুলি! এবার বেলঘরিয়ায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব

Last Updated:

প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল৷ তিনি সোদপুর এলাকার বাসিন্দা৷ আগরপাড়া, সোদপুর অঞ্চলে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত তিনি৷

বেলঘরিয়া: কলকাতার মির্জা গালিব স্ট্রিটের পর এবার বেলঘরিয়ার রথতলা৷ ভরদুপুরে ব্যস্ত বি টি রোডের উপরে ব্যবসায়ীর গাড়ি ঘিরে ধরে পর পর গুলি চালাল দুষ্কৃতীরা৷ ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ যদিও এই ঘটনায় কেউই হতাহত হননি৷ গুলি চালিয়ে পালিয়েও যায় অভিযুক্তরা৷ ঘটনাস্থলে পৌঁছেছে বেলঘরিয়া থানার পুলিশ৷
গতকাল রাতেই পার্ক স্ট্রিটের কাছে মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনা ঘটে৷ এর পর বারো ঘণ্টা কাটতে না কাটতেই আরও বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডবের সাক্ষী থাকল বেলঘরিয়ার রথতলা মোড় এলাকা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে রথতলা মোড়ের মতো ব্যস্ত এবং জনবহুল এলাকায় আচমকাই একটি দামি কালো গাড়িকে ঘিরে ধরে দুটি বাইকে করে আসা জনা পাঁচেক দুষ্কৃতী৷ তার পরই গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে তারা৷ অন্তত ৫ থেকে ৮ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ৷
advertisement
advertisement
দিনে দুপুরে এই ঘটনায় ওই এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়৷ ভয়ে ছোটাছুটি শুরু করেন পথচারী এবং সাধারণ মানুষ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ৷
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল৷ তিনি সোদপুর এলাকার বাসিন্দা৷ আগরপাড়া, সোদপুর অঞ্চলে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত তিনি৷ তাঁর নিজস্ব গাড়ির শো রুম রয়েছে৷ এ দিন কলকাতা থেকে বি টি রোড ধরে বাড়ির দিকে ফিরছিলেন তিনি৷ ওই ব্যবসায়ীর গাড়িটি রথতলা মোড়ে পৌঁছতেই হামলা চালায় দুষ্কৃতীরা৷ গাড়িতে গুলির একাধিক দাগও পাওয়া গিয়েছে৷
advertisement
যে জায়গায় এই ঘটনা ঘটে, তার পাশেই রয়েছে বিধায়ক মদন মিত্রের অফিস৷ বেলঘরিয়া থানার দূরত্বও এক কিলোমিটারের কম৷ দিনে দুপুরে দুষ্কৃতীদের এমন বেপরোয়া মনোভাবে আতঙ্কিত এলাকাবাসী৷ তবে কী কারণে ওই ব্যবসায়ীর উপরে হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়৷ ব্যবসায়ীর সঙ্গে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন ধরেই তোলা চেয়ে ওই ব্যবসায়ীকে হুমকি দিচ্ছিল  টিটাগড় এলাকার কিছু দুষ্কৃতী৷ অভিযুক্তদের খোঁজে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ৷
advertisement
সহ প্রতিবেদন- সুবীর দে
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Belghoria Shootout: ভরদুপুরে বি টি রোডের উপরে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে পর পর গুলি! এবার বেলঘরিয়ায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement