গুগলের জন্য ডুডল এঁকে লক্ষাধিক প্রতিযোগীকে হারিয়ে শিশু দিবসে দেশের সেরা কলকাতার শ্লোক মুখোপাধ্যায়

Last Updated:

Doodle for Google 2022: আগামী ২৫ বছরে ভারত কোথায় পৌঁছবে, কী কী করবে-সেটাই ছিল এ বারের প্রতিযোগিতার বিষয়

এ বছর প্রথম পুরস্কার পেল কলকাতার শ্লোক মুখোপাধ্যায়
এ বছর প্রথম পুরস্কার পেল কলকাতার শ্লোক মুখোপাধ্যায়
কলকাতা : সোমবার, শিশু দিবসের সকালে চলতি বছরের ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হল৷ এ বছর প্রথম পুরস্কার পেল কলকাতার শ্লোক মুখোপাধ্যায়৷ তার আঁকা ছবিই শিশু দিবসে ব্যবহার করেছে গুগল ডট কো ডট ইন৷ ‘ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ’ শীর্ষক ছবিটি মন জয় করে নিয়েছে সমালোচক থেকে শুরু করে নেটিজেন, সকলের৷
নিজের আঁকা ডুডল সম্বন্ধে শ্লোকের বক্তব্য, ‘‘পরের ২৫ বছরে আমার দেশ ভারতের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে ইকোফ্রেন্ডলি রোবট তৈরি করবেন, মানবসভ্যতার উন্নতির জন্য৷ ভারত থেকে নিয়মিত ইন্টারগ্যালাক্টিক ট্র্যাভেল হবে মহাকাশের উদ্দেশে৷ যোগাভ্যাস ও আয়ুর্বেদশাস্ত্রেও উন্নতি করবে ভারত, আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে আমার দেশ৷’’
আগামী ২৫ বছরে ভারত কোথায় পৌঁছবে, কী কী করবে-সেটাই ছিল এ বারের প্রতিযোগিতার বিষয়৷ দেশের শতাধিক শহর থেকে ১ লক্ষ ১৫ হাজারের বেশি ছবি জমা পড়েছিল৷
advertisement
advertisement
আরও পড়ুন : গায়ে হলুদ, মেহেন্দির পর ‘সাতপাকে বাঁধা’ দুই পোষ্য সারমেয়, জমিয়ে ভোজ খেলেন বরযাত্রী-সহ ১০০ অতিথি
প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের আঁকা সেই ছবিগুলির বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা, টিঙ্কল কমিক্সের এডিটর ইন চিফ কুরিয়াকোস ভাইসিয়ান, শিল্পী ও উদ্যোগপতি অলীকা ভাট-সহ অন্যান্য বিশিষ্ট এবং গুগুল ডুডল টিম৷ প্রতিযোগীদের কল্পনা ও সৃজনশীলতায় তাঁরা মুগ্ধ, জানানো হয়েছে গুগল ডুডলের তরফে৷
advertisement
১ লক্ষ ১৫ হাজার প্রতিযোগীর মধ্যে বেছে নেওয়া হয় ২০ জন চূড়ান্ত পর্বের প্রতিযোগীকে৷ এর পর ২০ টি ছবির জন্য চলে অনলাইন ভোটিং৷ জাতীয় স্তরের বিজয়ীর পাশাপাশি বেছে নেওয়া হয়েছে গ্রুপ স্তরের চার বিজয়ীকেও৷ বাচ্চাদের সৃজনশীলতাকে উৎসাহ দেওয়ার জন্যই আয়োজিত হয় গুগলের ডুডল প্রতিযোগিতা বা ‘ডুডল ফর গুগল কনটেস্ট’৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
গুগলের জন্য ডুডল এঁকে লক্ষাধিক প্রতিযোগীকে হারিয়ে শিশু দিবসে দেশের সেরা কলকাতার শ্লোক মুখোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement