Shirshendu Mukhopadhyay Hospitalised: হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হঠাৎ কী হল প্রবীণ সাহিত্যিকের? এখন কেমন আছেন
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Shirshendu Mukhopadhyay Hospitalised: শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তির খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ তবে চিন্তার কোনও কারণ নেই৷ আপাতত তিনি ভাল আছেন৷
কলকাতা: শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।হৃদযন্ত্রের জটিলতা এড়াতে সাহিত্যিকের বুকে পেসমেকার বসানো রয়েছে অনেকদিন ধরেই।
চিকিৎসার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর সেই পেসমেকার বদলাতেও হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। সেই পেসমেকার পাল্টানোর অস্ত্রোপচারের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হন। সেই অস্ত্রোপাচার সফল হয়েছে।
advertisement
advertisement
হাসপাতালে ভর্তির খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ তবে চিন্তার কোনও কারণ নেই৷ আপাতত তিনি ভাল আছেন৷ তবে মাঝে কিছুটা শ্বাসকষ্ট শুরু হলেও এখন ভাল আছেন ৮৮ বছর বয়সী সাহিত্যিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2024 1:50 PM IST








