Sheikh Shahjahan: সরাসরি বিধায়ককে ফোন? ED আধিকারিকদের উপরে হামলার দিন ঠিক কী করেছিল শেখ শাহজাহান..সিবিআইয়ের রেডারে আরও অনেক
- Published by:Satabdi Adhikary
- Reported by:Arpita Hazra
Last Updated:
শেখ শাহজাহানকে নিয়ে গত দু’দিন ধরেই চলছে টানা নাটক। গত সোমবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিকেল সাড়ে চারটে মধ্যে সিআইডি-কে শেখ সাজাহানকে হ্যান্ডওভার করতে হবে সিবিআইয়ের হাতে। কিন্তু সিবিআই ভবানী ভবন গেলেও দু’ঘণ্টা অপেক্ষা করিয়ে খালি হাতে ফিরতে হয় তাদের।
কলকাতা: ঘটনার দিন কল লিস্ট অনুসারে যাঁদের শেখ শাজাহান ফোন করেছিল, তাঁদের উপর এবার বিশেষ নজর দিচ্ছে সিবিআই। সিবিআই সূত্রের দাবি, ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনার দিন এক বিধায়ককে ফোন করেছিল শেখ শাহজাহান। সূত্রের খবর, তাঁর উপরেও নজর রয়েছে সিবিআই-এর। সিবিআই সূত্রে খবর, গত ৫ জানুয়ারি ঘটনার দিন সকাল ৭.২০ মিনিটে শেখ শাহজাহানকে ফোন করেছিলেন এক ইডি অফিসার। জানা গিয়েছে, তার পর থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত একাধিক স্থানীয় নেতা ও অনুগামীদের বহু বার ফোন করেছিলেন শাহজাহান। এবার তাঁদের তলব করে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে।
শাহজাহানের বাড়িতে যেদিন ইডি আধিকারিকেরা তল্লাশির জন্য এসেছিলেন সেই সময় শাহজাহান কেন নির্দেশ দিয়েছিল? কাদের নির্দেশ দিয়েছিল? সেই তথ্য জানতে শেখ শাহজাহানকে জেরা এবার করবে সিবিআই। যদিও শেখ শাহজাহান আগেই দাবি করেছিল, তাঁকে ভালবেসেই এলাকার মানুষজন সেদিন জড়ো হয়েছিলেন। কিন্তু শাহজাহানের বিরুদ্ধে ইলেকট্রনিক এভিডেন্স অন্য কথা বলছে বলে সিবিআই সূত্রে খবর।
advertisement
এছাড়া, জানা গিয়েছে, ঘটনার দিন সকালে এক ইডি অফিসার ফোন করেছিলেন শেখ শাজাহানকে। সেই সময়েই তাঁর বাড়িতে তল্লাশি চালানোর কথা তাঁদের জানানো হয়। ইডি আসছে শুনেই শাহজাহান বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে চলে গিয়ে খোঁজ রাখছিল বলে শাহজাহান জানায় বলে জানা গিয়েছে। এরপরে, গোটা বিষয়টা শাহজাহান ফোনে খোঁজ রাখছিল বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পদ্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কথা অমিত শাহের সঙ্গেও! দাঁড়াবেন কোন কেন্দ্র থেকে?
শেখ শাহজাহানকে নিয়ে গত দু’দিন ধরেই চলছে টানা নাটক। গত সোমবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিকেল সাড়ে চারটে মধ্যে সিআইডি-কে শেখ সাজাহানকে হ্যান্ডওভার করতে হবে সিবিআইয়ের হাতে। কিন্তু সিবিআই ভবানী ভবন গেলেও দু’ঘণ্টা অপেক্ষা করিয়ে খালি হাতে ফিরতে হয় তাদের।
advertisement
সিআইডি-র তরফে জানানো হয়, রাজ্য হাইকোর্টের মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। ফলে যতক্ষণ না সুপ্রিম কোর্টে মামলার শুনানি হচ্ছে, ততক্ষণ হ্যান্ডওভারে সমস্যা রয়েছে। এরপর খালি হাতেই ফিরতে হয় সিবিআই-কে।
মঙ্গলবার ইডির তরফে তোলা হয় শেখ শাহজাহানের আদালত অবমাননা মামলা, শুনানি বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। শেখ শাহজাহান সংক্রান্ত প্রধান বিচারপতি নির্দেশই বহাল। যেখানে অভিযুক্তকে গ্রেফতারের সময় বেধে দেওয়া হয়েছে সেখানে ওই নির্দেশের উপর স্থগিতাদেশের কোনও কারণ নেই। দ্রুত প্রধান বিচারপতির নির্দেশ কার্যকর করতে হবে। গত মঙ্গলবার, ৪.১৫ মিনিটে মধ্যে সিবিআই-এর হাতে শেখ শাজাহানকে হ্যান্ডওভার করার নির্দেশ হাইকোর্টের। ফের কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারের ধাক্কা। মঙ্গলবার বিকেল চারটে পনেরোর মধ্যে শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে।
advertisement
আরও পড়ুন: শাহজাহানের খোঁজে দীর্ঘ অপেক্ষায় সিবিআই, শেষমেশ খোঁজ মিলল কোথায় জানেন? নাটকে যবনিকা
শেখ শাহজাহানকে এখনও হেফাজতে পায়নি সিবিআই। সোমবার তাকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট-এর। কিন্তু সেটা করেনি রাজ্য পুলিশের গোয়েন্দারা। সুপ্রিম কোর্টের আবেদন করেছে রাজ্য। মঙ্গলবার, ৪.১৫ মিনিটের মধ্যে সিবিআই-এর হাতে শেখ শাহজাহানকে হ্যান্ডওভার করার নির্দেশ হাইকোর্টের। গতকাল তাঁকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট-এর। কিন্তু সেটা করেনি রাজ্য পলিশ। সুপ্রিম কোর্টের আবেদন করেছে রাজ্য। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো শেখ শাহজাহানকে আজ বিকাল চারটে পনেরো মধ্যে সিবিআই-এর হতে তুলে দিতে হবে রাজ্যকে।
advertisement
৪.১৫ মিনিটের মধ্যে না পেলে ফের হাইকোর্টে ৪.৩০ টের মধ্যে মেনশন করতে হবে হাইকোর্টে। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ মতে শেখ শাহজাহানকে বিকাল চারটে পনেরো মধ্যে সিবিআই-এর হতে তুলে দিতে হবে রাজ্য নির্দেশ ডিভিশন বেঞ্চের। ৪.১৫ মধ্যে না পেলে ফের হাই কোর্টে ৪.৩০ টের মধ্যে মেনশন করতে হবে হাইকোর্টে। সেই মতো মঙ্গলবার সিবিআই ৩.৪৩ মিনিটে যায় ভবানী ভবনে। সেখানে সিআইডি সাড়ে পাঁচটা নাগাদ শেখ শাহজাহানকে নিয়ে মেডিক্যাল করাতে নিয়ে যায়। এরপর অফিশিয়াল প্রসেস করে সন্ধ্যে ৭ টার পর সিবিআইকে হ্যান্ডওভার করে। সিবিআই এরপর জোকা ইএসআইতে মেডিক্যাল করায়। রাতে নিজাম প্যালেসে নিয়ে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 07, 2024 2:06 PM IST