Sheikh Shahjahan: শাহজাহানের খোঁজে দীর্ঘ অপেক্ষায় সিবিআই, শেষমেশ খোঁজ মিলল কোথায় জানেন? নাটকে যবনিকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sheikh Shahjahan: শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিলেন সিআইডি আধিকারিকরা। ইতিমধ্যেই ভবানীভবন থেকে শাহজাহানকে বের করা হয়েছে।
কলকাতাঃ দু-দিনের চূড়ান্ত নাটকীয়তার ইতি। এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার পরে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিলেন সিআইডি আধিকারিকরা। ইতিমধ্যেই ভবানীভবন থেকে শাহজাহানকে বের করা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য। মেডিক্যালের পরে সিবিআই শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন শেখ শাহজাহান ও এই সন্দেশখালি মামলা সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইয়ের হাতে হস্তান্তর করার জন্য। সাড়ে ৪টে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশের পরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। জরুরিভিত্তিতে শুনানির আর্জি জানায়। যদিও মঙ্গলবার সেই শুনানি হয়নি।
আরও পড়ুনঃ দোলের ছুটিতে ঘুরে আসুন পাহাড়ি ‘এই’ হ্যামলেটে, প্রজাপতির মেলায় হারিয়ে যাবেন, জানুন বেড়ানোর খুঁটিনাটি
এ দিকে সাড়ে ৪টেয় সিবিআই ভবানীভবন পৌঁছলে সুপ্রিম কোর্টে মামলার কথা জানিয়ে সিবিআইয়ের হাতে শাহজাহানকে তুলে দিতে অস্বীকার করে ভবানী ভবন। সিআইডি সূত্রে খবর, আজই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে শেখ শাহজাহানকে।
advertisement
advertisement
উল্লেখ্য, বুধবার সকালে ইডি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টে মামলা করেছেন মানেই হাইকোর্টের নির্দেশ স্থগিত হয়ে যায় না। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় বুধবার বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। যদিও তা হয়নি, বরং ভবানীভবনে যখন অপেক্ষা করছিলেন সিবিআই কর্তারা, তখনই সিআইডি শাহজাহানকে নিয়ে পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য। এরপর তাঁকে তুলে দেওয়া হল সিবিআই হেফাজতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 7:00 PM IST