Shaurya Chakra : শৌর্য চক্র পদক পেতে চলেছেন সিআরপিএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট দিলীপ মালিক

Last Updated:

Shaurya Chakra :দিলীপ মালিক জানান, এই পদক পেয়ে তিনি অত্যন্ত খুশি। দেশের জন্য লড়াই করেছেন। আর এই পদক পেয়ে তিনি গর্ব বোধ করছেন।

কলকাতা : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মাওবাদী এনকাউন্টার স্পেশালিস্ট সিআরপিএফের ডেপুটি কমান্ড্যান্ট রাষ্ট্রপতির পদক পেলেন। তাঁকে শৌর্য চক্র  পদক দিয়ে সম্মানিত করা হবে। সিআরপিএফ-এর  (CRPF) ডেপুটি কমান্ড্যান্ট দিলীপ মালিক (Dilip Malik) মাওবাদী এনকাউন্টার স্পেশালিস্ট। আঠারোবার মাওবাদীদের সঙ্গে লড়াই করেছেন তিনি। এই পদক পাওয়ার কারণ ২০১৮ সালের ২৫ জুলাই,  বিহারে গয়া  চক্রবান্দা ফরেস্ট ঔরঙ্গাবাদ আর ঝাড়খন্ড সীমানা এলাকায় তিন মাওবাদী তাঁর হাতে প্রাণ হারায়।
মাওবাদীদের সঙ্গে দফায় দফায় জঙ্গলে গুলির লড়াই হয় । সেই লড়াইয়ে তিনি মাওবাদীদের বিরুদ্ধে জয়ী হন। আর তাই তাঁকে এই শৌর্য চক্র পদক (Shaurya Chakra) দিয়ে সম্মানিত করা হচ্ছে। দিলীপ মালিক জানান, এই পদক পেয়ে তিনি অত্যন্ত খুশি। দেশের জন্য লড়াই করেছেন। আর এই পদক পেয়ে তিনি গর্ব বোধ করছেন। দিলীপ মালিক আরও জানান, এর আগেও তিনি পুলিশ মেডেল ফর গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পান। কিষেণজী, ছত্রধর মাহাতোর সঙ্গে গুলির লড়াই থেকে শুরু করে একের পর এক মাওবাদীর বিনাশ করেছেন তিনি। কোবরা ব্যাটেলিয়ানে থাকাকালীন একাধিক বড় বড় অভিযানে হয়েছেন। কিষেণজী এনকাউন্টারে মূল ভূমিকায় ছিলেন। খুব সামনে থেকে মাওবাদীদের সঙ্গে লড়াই চালিয়েছেন দিনের পর দিন।
advertisement
advertisement
আরও পড়ুন : পারিবারিক অশান্তির জেরে ভাইপোর হাতে খুন কাকা
দিলীপ মালিক জানিয়েছেন, যতদিন বাঁচবেন লড়াই করে দেশকে রক্ষা করবেন। তিনি গ্রামে গিয়ে মাওবাদী পরিবারদের বুঝিয়েছেন যে জীবনে মূলস্রোতে ফেরবার জন্য। দিলীপ মালিক জানান, ‘‘কিষেণজীর সময় মাওবাদীদের যে দাপট ছিল, তা এখন আর নেই। সরকারের সঙ্গে কখনওই মাওবাদীরা জয়ী হতে পারবে না। জীবনের মূলস্রোতে তাদের ফেরা উচিত।" এই সম্মানে তাঁর পরিবার থেকে সহকর্মী, বন্ধু সকলে খুশি ও আনন্দিত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shaurya Chakra : শৌর্য চক্র পদক পেতে চলেছেন সিআরপিএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট দিলীপ মালিক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement