'আমাকে কিছুই জানানো হয়নি!' মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সাসপেন্ড হতে হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন

Last Updated:

Registration of doctor Santanu Sen cancelled: তৃণমূল নেতা শান্তনু সেনের চিকিৎসক রেজিস্ট্রেশন বিদেশি ডিগ্রি সংক্রান্ত অনিয়মের অভিযোগে ২ বছরের জন্য সাসপেন্ড হয়েছে। তিনি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন, শুনানি সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

News18
News18
বিদেশি ডিগ্রি ব্যবহারজনিত অনিয়মের অভিযোগে ২ বছরের জন্য চিকিৎসক রেজিস্ট্রেশন সাসপেন্ড হয়েছে তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনের। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ তিনি। শুনানি হবে সোমবার, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
চিকিৎসক ও তৃণমূল কংগ্রেসের নেতা ডা. শান্তনু সেন এবার হাইকোর্টের শরণাপন্ন। তাঁর বিরুদ্ধে ওঠা বিদেশি ডিগ্রি সংক্রান্ত অনিয়মের অভিযোগের ভিত্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিল তাঁর চিকিৎসা রেজিস্ট্রেশন দুই বছরের জন্য সাসপেন্ড করে। তবে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি পেয়েছেন তিনি।
advertisement
advertisement
বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, সোমবার শুনানি হবে শান্তনু সেনের আবেদন নিয়ে। শান্তনুর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানান, এই সিদ্ধান্ত তাঁকে জানানো হয়নি, সংবাদমাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। তাঁকে ডাকলেও, তাঁর দেওয়া জবাব নথিভুক্ত করা হয়নি। এমনকি ২০১৯ সালে গ্লাসগো থেকে পাওয়া তাঁর সাম্মানিক স্বীকৃতিও বিবেচনায় আনা হয়নি বলে দাবি তাঁর।
advertisement
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টোর সময় শান্তনুকে ডাকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। সেখানেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয় বলেই দাবি করেন কাউন্সিল সভাপতি সুদীপ্ত রায়। অভিযোগ, শান্তনু দীর্ঘদিন ধরে একটি বিদেশি সাম্মানিক ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন, যার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
শান্তনু সেন অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাউন্সিল প্রতিহিংসার বশবর্তী হয়ে এই পদক্ষেপ করেছে। তাঁর দাবি, ওই ডিগ্রি ছিল সাম্মানিক (FRCP), যার জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না।
advertisement
তিনি আরও বলেন, রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় ফি বাবদ ১০ হাজার টাকা জমাও দিয়েছেন, কিন্তু সেটিও ফেরত দেওয়া হয়নি।
তৃণমূলের আর এক চিকিৎসক নেতা নির্মল মাজি অবশ্য বলেন, “শান্তনু সেনকে সাসপেন্ড করা সঠিক সিদ্ধান্ত। দল থেকেও ওঁকে সাসপেন্ড করা হয়েছে। উনি যাঁকে আক্রমণ করছেন, তিনি আমাদের দলের নেতা।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমাকে কিছুই জানানো হয়নি!' মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সাসপেন্ড হতে হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement