Sandeshkhali: সন্দেশখালিতে হোক কেন্দ্রের ‘একলব্য মডেল’ স্কুল! সংসদে প্রস্তাব দিলেন বিজেপির শমীক ভট্টাচার্য

Last Updated:

পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরে ‘একলব্য মডেল’ স্কুল রয়েছে। সেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এগুলি পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে ইংরেজি মাধ্যম স্কুল।

কলকাতা: লোকসভা নির্বাচনের সন্দেশখালি নিয়ে রীতিমতো হুলস্থূল কাণ্ড পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে৷ সেই সন্দেশখালিতেই এবার কেন্দ্রীয় আবাসিক বিদ্যালয় তৈরির প্রস্তাব দিলেন শমীক ভট্টাচার্য৷ গত বুধবার সংসদে এই প্রস্তাব বিজেপির রাজ্যসভার সাংসদ৷ সন্দেশখালিতে কেন্দ্রের ‘একলব্য মডেল’-এর বিদ্যালয় চাইলেন তিনি৷ বিজেপি নেতার বক্তব্য, সন্দেশখালিতে শিক্ষার বিস্তারের উপরে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন৷
লোকসভা ভোটের আগে যে সন্দেশখালি শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় ইস্যু করেছিল বিজেপি সেই সন্দেশখালি নিয়ে বড় প্রস্তাব দিলেন বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য বিশেষ কমিটি! কী হবে কমিটির কাজ?
নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী অধ্যুষিত এলাকায় ‘একলব্য মডেল’-এ আবাসিক বিদ্যালয় চালু করেছিলেন। কোনও জায়গায় যদি ৩০ শতাংশের বেশি আদিবাসী নাগরিক থাকে তাহলে এই বিদ্যালয় স্থাপন করা যায়।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের সাতটি জায়গায় এই ধরনের স্কুল রয়েছে। আদিবাসীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সন্দেশখালিতেও ‘একলব্য মডেল’ চালু করার প্রস্তাব দিলেন শমীক। আদিবাসী ছাত্রছাত্রীরা এই ধরনের স্কুলে থেকে পড়াশোনা করে। অর্থাৎ, পড়াশোনার পাশাপাশি থাকার সুবিধাও পেয়ে থাকে পড়ুয়ারা। কেন্দ্রের আদিবাসী উন্নয়ন মন্ত্রক এই স্কুলগুলি চালায়। গত বছর কেন্দ্রের আর্থিক বাজেটে এই ধরনের স্কুলের সংখ্যা আরও বৃদ্ধি করার কথা বলা হয়েছিল।‌
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব! মোদির সঙ্গে সাক্ষাতে কী বলে এলেন সুকান্ত? তুমুল শোরগোল
পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরে ‘একলব্য মডেল’ স্কুল রয়েছে। সেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এগুলি পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে ইংরেজি মাধ্যম স্কুল।
প্রতিটি স্কুলে ৪২০ জন করে পড়ুয়ার ভর্তির সুযোগ রয়েছে। ছেলে এবং মেয়ে একসঙ্গে এই ধরনের স্কুলে পড়ে। বর্তমানে বাংলার সাতটি ‘একলব্য মডেল’ স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা ২,৮২৬ জন। তালিকায় উত্তর ২৪ পরগনা জেলাকেও যুক্ত করার প্রস্তাব দিলেন শমীক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali: সন্দেশখালিতে হোক কেন্দ্রের ‘একলব্য মডেল’ স্কুল! সংসদে প্রস্তাব দিলেন বিজেপির শমীক ভট্টাচার্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement