Bengal BJP: মহালয়ার আগেই পূজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী; কটাক্ষ করে এমন কথা বললেন শমীক ভট্টাচার্য, হেসে উঠলেন সকলে

Last Updated:

যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আগামিকাল মহালয়া হলেও আজ থেকেই কলকাতার বুকে পুজো উদ্বোধন শুরু করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের প্রশ্ন, পিতৃপক্ষের মধ্যে কী এভাবে পুজো উদ্বোধন করা যায়? আর সেই বিষয়েই গত শুক্রবার প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। আর তিনি কটাক্ষের ছলে এমন কথা বলে দিলেন, যা শুনে সকলেই অট্টহাসিতে ফেটে পড়ছেন।

News18
News18
কলকাতা: আগামিকাল, রবিবার মহালয়া। তবে এই রাজ্যের বুকে বর্তমানে একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে যে, মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় বিরোধীরা কটাক্ষ করে বলেছেন যে, এটা ‘শাস্ত্র বিরোধী’, ‘যেভাবে মুখ্যমন্ত্রী পিতৃপক্ষের মধ্যে পূজা উদ্বোধন করছেন, তা একেবারেই মেনে নেওয়া যায় না’। তবে এবার সেই বিষয়ে বলতে গিয়ে এমন এক কথা বিজেপির রাজ্য সভাপতি বলে দিলেন, যা শুনে কে কী প্রতিক্রিয়া দেবে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস কী বলবে, সেটাই দেখার।
advertisement
যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আগামিকাল মহালয়া হলেও আজ থেকেই কলকাতার বুকে পুজো উদ্বোধন শুরু করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়বিরোধীদের প্রশ্ন, পিতৃপক্ষের মধ্যে কী এভাবে পুজো উদ্বোধন করা যায়? আর সেই বিষয়েই গত শুক্রবার প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। আর তিনি কটাক্ষের ছলে এমন কথা বলে দিলেন, যা শুনে সকলেই অট্টহাসিতে ফেটে পড়ছেন
advertisement
advertisement
advertisement
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী সবার ঊর্ধ্বে। এগিয়ে বাংলা। আমাদের মুখ্যমন্ত্রীকে স্বয়ং দেবাদিদেব মহাদেব ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। তাঁর স্ত্রীর এই ধরনের জনপ্রিয়তার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবান্নে চিঠি এসেছে। তৃণমূল ভবনেও গিয়েছে। আগেও গিয়েছেযেভাবে উনি বলছেন যে, মা দুর্গাকে জনগণের মধ্যে এত তার গ্রহণযোগ্যতা, তৃণমূল কংগ্রেস বাড়িয়েছেসেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেবী দুর্গার গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর জন্য আর মহালয়ার অপেক্ষা করতে হবে না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওপর থেকে চমকে চমকে উঠছেন যে, হচ্ছেটা কি! কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন, আমি করবই। যাই হোক, শিব সন্তুষ্ট।” তবে বাংলায় পুজো নিয়ে যেমন শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে তেমনই পুজো উদ্বোধন নিয়েও চলছে রাজনৈতিক দলগুলোর টানাপড়েন
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: মহালয়ার আগেই পূজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী; কটাক্ষ করে এমন কথা বললেন শমীক ভট্টাচার্য, হেসে উঠলেন সকলে
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement