Shahid Diwas: হাতে সময় কম! ২১শে জুলাইয়ের প্রস্তুতি আজ থেকে শুরু করল তৃণমূল কংগ্রেস 

Last Updated:

Shahid Diwas: তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ও তত্ত্বাবধানে খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে যাবে একুশের মঞ্চবাঁধার কাজ। এখনও পর্যন্ত ঠিক আছে, মূল মঞ্চে ওঠার জন্য এবার আর সিঁড়ির ব্যবহার করা হবে না। সিঁড়ি বাদ দিয়ে র‍্যাম্প করা হচ্ছে।

২১শে জুলাইয়ের প্রস্তুতি আজ থেকে শুরু করল তৃণমূল কংগ্রেস (File Photo)
২১শে জুলাইয়ের প্রস্তুতি আজ থেকে শুরু করল তৃণমূল কংগ্রেস (File Photo)
কলকাতাঃ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ও তত্ত্বাবধানে খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে যাবে একুশের মঞ্চবাঁধার কাজ। এখনও পর্যন্ত ঠিক আছে, মূল মঞ্চে ওঠার জন্য এবার আর সিঁড়ির ব্যবহার করা হবে না। সিঁড়ি বাদ দিয়ে র‍্যাম্প করা হচ্ছে। একই সঙ্গে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে উপস্থিত নেতা-কর্মীদের অভিবাদন-শুভেচ্ছা জানান ও বক্তৃতা করেন। যেভাবে সেই জায়গা রাখা থাকে, এবার সেভাবে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকেও মঞ্চের পরিধি কিছুটা বাড়ানো হচ্ছে।
আরও পড়ুনঃ বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে মিছিল! মমতা বন্দ‍্যেপাধ্যায়ের সঙ্গে পা মেলাবেন অভিষেক বন্দ‍্যেপাধ্যায়
বক্তাদের চলাচলের জায়গা রাখা হচ্ছে। কারণ সেন্ট্রাল অ্যাভিনিউর দিকেও হাজার হাজার মানুষের জমায়েত হয়। তাঁরা মিছিল করে এসে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরেই বসে পড়েন। তৃণমূল কর্মী-সমর্থক-আমজনতা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও ভালভাবে দেখতে পান সেই কারণে একেবারে মঞ্চের শেষ প্রান্ত পর্যন্ত জায়গা রাখা থাকবে। যাতে নেত্রী এগিয়ে গিয়ে সকলকে অভিবাদন জানাতে পারেন। এই মঞ্চ থেকেই জাতীয় ও রাজ্যস্তরে আগামী দিনে কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস তার দিশা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত মঞ্চের মাপ যা ঠিক করা হয়েছে তা হল মূল মঞ্চ, যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষস্তরের নেতা, নেত্রী, বিধায়ক, মন্ত্রী, সাংসদ, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বসবেন সেই মঞ্চের মাপ ৫২/২৪ ফুট। দ্বিতীয় মঞ্চটি ৪৮ ফুট/২৪ ফুট। তৃতীয় মঞ্চটির আয়তন ৪০ ফুট/২৪ ফুট। উচ্চতায় ৩টি মঞ্চ যথাক্রমে ১০, ১১ ও ১২ ফুট।
advertisement
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একাধিকবার জানিয়েছেন, এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৩ সালের পর থেকে আমরা শহিদস্মরণ করে আসছি। নতুন করে আর এনিয়ে কিছু বলার নেই। তবে প্রতিবারের মতো এবারও একুশের সমাবেশকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলছে। মঞ্চের কাজ শুরু হল।
advertisement
একুশে জুলাইয়ের সমাবেশ দেখার জন্য শহর জুড়ে বিভিন্ন প্রান্তে থাকছে জায়ান্ট স্ক্রিন। সমাবেশ-চত্বর ঘিরে থাকছে বরাবরের মতোই আঁটোসাঁটো নিরাপত্তা-ব্যবস্থা। মঞ্চ ও তার আশেপাশের এলাকা মুড়ে ফেলা হবে সিসিটিভিতে। প্রতিবারই ভিড়ের নিরিখে একুশে তার নিজেই নিজের রেকর্ড ছাপিয়ে দেয়। এবারেও তার ব্যতিক্রম হবে না বলে জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা।  লোকসভা ও একাধিক বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ের পর দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের ভিড় আছড়ে পড়বে একুশের সমাবেশে। ১৮ জুলাই থেকে দলের কর্মী-সমর্থকরা শহরে আসতে শুরু করবেন।
advertisement
প্রতিবারের মতন এবারও বিধাননগরে সল্টলেকের সেন্ট্রাল পার্ক, রাজাহাট নিউ টাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকা, দক্ষিণে গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এ-ছাড়াও বড়বাজারের একাধিক ধর্মশালা বুক হয়ে গিয়েছে। এসব জায়গায় থাকবেন নেতা-কর্মী-সমর্থকরা। থাকবে তাঁদের খাওয়াদাওয়ার বন্দোবস্ত। বিধানসভা ভোটের আগে এবারের একুশের শহিদ তর্পণকে সামনে রেখে শহিদ সমাবেশ সবদিক থেকেই রেকর্ড গড়তে চলেছে। এই সমাবেশকে কেন্দ্র করে শহরের জ্যাম নিয়ন্ত্রণের জন্য একাধিক পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। পার্কিংয়ের ক্ষেত্রেও থাকছে আলাদা বন্দোবস্ত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shahid Diwas: হাতে সময় কম! ২১শে জুলাইয়ের প্রস্তুতি আজ থেকে শুরু করল তৃণমূল কংগ্রেস 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement