Mamata Banerjee- Abhishek Banerjee: বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে মিছিল! মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে পা মেলাবেন অভিষেক বন্দ্যেপাধ্যায়
- Published by:Salmali Das
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee- Abhishek Banerjee: বাঙালি অস্মিতা, বাঙালি আবেগকে সামনে রেখে লড়াইয়ে তৃণমূল। ২১ জুলাই তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ। ঠিক তার পাঁচ দিন আগে মমতা-অভিষেক যুগলবন্দি রাস্তায় নামছেন।
কলকাতাঃ ২০২৬-এর বিধানসভা ভোটের নান্দীমুখ বুধবার ১৬ জুলাই। বাঙালি অস্মিতা, বাঙালি আবেগকে সামনে রেখে লড়াইয়ে তৃণমূল। ২১ জুলাই তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ। ঠিক তার পাঁচ দিন আগে মমতা-অভিষেক যুগলবন্দি রাস্তায় নামছেন। এমন নজির বিগত কয়েক বছরে দেখেনি বাংলা। বাঙালি আবেগে শান দিয়েই রাজপথে তৃণমূলের দুই হেভিওয়েট। ২০২১ সালের বিধানসভা ভোটে ‘বাংলা ও বাঙালি’ ছিল তৃণমূলের অন্যতম মূল স্লোগান। মূল স্লোগান ছিল— ‘বাংলা নিজের মেয়েকে চায়’। ২০২৪ সালের লোকসভা ভোটেও তৃণমূলের স্লোগান ছিল—‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’।
আরও পড়ুনঃ ভাত বসানোর আগে চাল ভিজিয়ে রাখেন? শরীরের বারোটা বাজছে না তো? কীভাবে বুঝবেন? সাবধান না হলেই….
advertisement
বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে মমতা এবং অভিষেকের রাস্তায় নামা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন অনেকে। গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের নেওয়া ‘বাঙালি অস্মিতার লাইন’। আর তাতে বারবার সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা এবং অভিষেক শেষবার যৌথভাবে মিছিলে হেঁটেছেন গত বছর ৭ মার্চ। লোকসভা ভোটের আগে মহিলাদের পাশে আছি সেই বার্তা দেওয়া হয়েছিল মিছিল থেকে। বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর ‘আক্রমণের’ ঘটনা প্রকাশ্যে এনে গত কয়েক মাস ধরেই সরব তৃণমূল। এবার সেই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে মমতা-অভিষেক।
advertisement
রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের প্রচার শুরু হচ্ছে ১৬ জুলাই থেকেই। শহর কলকাতার এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে খবর। উল্লেখ্য, দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’ এবার প্রতিবাদে পথে নামবেন তিনি। ইতিমধ্যেই দিল্লির জয়হিন্দ কলোনিতে অবস্থানে বসেছে তৃণমূলের চার সাংসদ। সূত্রের খবর, দিল্লিমুখী এই আন্দোলন আরও জোরদার করবে তৃণমূল কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 9:16 AM IST