Abhishek Banerjee on Shahid Diwas: 'কোনও চাপে নত হব না', শহিদ-স্মরণের ট্যুইটে লড়াইয়ের বার্তা অভিষেকের

Last Updated:

নেত্রী কী বার্তা দেবেন, তা শুনতে এসেছেন হাজার হাজার মানুষ। (Abhishek Banerjee on Shahid Diwas)

Abhishek Banerjee on Shahid Diwas
Abhishek Banerjee on Shahid Diwas
#কলকাতা: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়ছিল। বৃহস্পতিবার সেই উচ্ছ্বাসের বাঁধ আর থাকল না। শহরজুড়ে মা-মাটি-মানুষের পতাকা-ফেস্টুন হাতে, স্লোগান মুখে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়। বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছচ্ছেন তাঁরা। সকলেরই মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার প্রবল উৎসাহ। নেত্রী কী বার্তা দেবেন, তা শুনতে এসেছেন হাজার হাজার মানুষ। (Abhishek Banerjee on Shahid Diwas)
সকাল থেকেই ধর্মতলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য উপচে পড়া ভিড়। মমতার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। তার আগে অবশ্য এদিনের ঐতিহাসিক শহিদ স্মৃতি স্মরণ করতে ভোলেননি অভিষেক। ট্যুইটে শহিদদের স্মরণ করে অভিষেক লিখেছেন, '২১ জুলাই বাংলার ইতিহাসের পবিত্র দিন। ১৯৯৩ সালের ১৩ জন শহিদদে আমার শ্রদ্ধা জানাই। এবারের শহিদ দিবসে গর্জন আরও বাড়ান। কোনও চাপে নত হব না আমরা, আমাদের সবটুকু দেব মানুষের জন্য।'
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে সাইকেল চালিয়ে ২১-এর সমাবেশে, সম্মান অভিভূত অভিষেকের
বুধবারই বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে সেন্ট্রাল পার্কে গিয়ে সম্মান জানান উত্তরবঙ্গ থেকে আসা সাইকেল আরোহী কর্মী-সমর্থকদের। দুপুরে ধর্মতলায় গিয়েও সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক। তিনি তৃণমূলের যুব সম্প্রদায়কে এদিন কী বার্তা দেন, সর্ভভারতীয় স্তরে তৃণমূলের লক্ষ্যের কোন টার্গেট বেঁধে দেন, এদিন তা শুনতেও এসেছেন বহু মানুষ।
advertisement
দু'বছর করোনার চোখ রাঙানিতে ভার্চুয়ালি হয়েছিল শহিদ স্মরণ। বৃহস্পতিবার ধর্মতলায় ফের একবার সশরীরে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক ২১ জুলাই। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূল কর্মী-সমর্থক এবং বিরোধীদের কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে গোটা দেশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee on Shahid Diwas: 'কোনও চাপে নত হব না', শহিদ-স্মরণের ট্যুইটে লড়াইয়ের বার্তা অভিষেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement