Shahid Diwas: উত্তরবঙ্গ থেকে সাইকেল চালিয়ে ২১-এর সমাবেশে, সম্মান অভিভূত অভিষেকের

Last Updated:
দশজন এসেছেন কোচবিহার থেকে এবং বাকি পাঁচজন বুধবার রাতে এসে পৌঁছেছেন রায়গঞ্জ থেকে। (Shahid Diwas)
1/7
একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের জনসভায় যোগ দিতে শুধু উত্তরবঙ্গ থেকে সাইকেল চালিয়ে এসেছেন ১৫ জন। (Sahid Diwas)
একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের জনসভায় যোগ দিতে শুধু উত্তরবঙ্গ থেকে সাইকেল চালিয়ে এসেছেন ১৫ জন। (Sahid Diwas)
advertisement
2/7
যাঁদের মধ্যে দশজন এসেছেন কোচবিহার থেকে এবং বাকি পাঁচজন বুধবার রাতে এসে পৌঁছেছেন রায়গঞ্জ থেকে।
যাঁদের মধ্যে দশজন এসেছেন কোচবিহার থেকে এবং বাকি পাঁচজন বুধবার রাতে এসে পৌঁছেছেন রায়গঞ্জ থেকে।
advertisement
3/7
সেন্ট্রাল পার্কে বুধবার সন্ধ্যায় এই ১৫ জনকে সম্বর্ধনা দেন তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেন্ট্রাল পার্কে বুধবার সন্ধ্যায় এই ১৫ জনকে সম্বর্ধনা দেন তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/7
ওই ১৫ জনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিষেক, খোঁজ নেন নানা বিষয়ে।
ওই ১৫ জনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিষেক, খোঁজ নেন নানা বিষয়ে।
advertisement
5/7
রায়গঞ্জ থেকে যে দলটি এসেছে, তাঁদের একজনের সাইকেল নিয়ে নিজেও সময় কাটান অভিষেক।
রায়গঞ্জ থেকে যে দলটি এসেছে, তাঁদের একজনের সাইকেল নিয়ে নিজেও সময় কাটান অভিষেক।
advertisement
6/7
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাছ থেকে এভাবে পেয়ে আপ্লুত উত্তরবঙ্গের এই তৃণমূল সমর্থকেরা।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাছ থেকে এভাবে পেয়ে আপ্লুত উত্তরবঙ্গের এই তৃণমূল সমর্থকেরা।
advertisement
7/7
বুধবার প্রাক ২১-এ ধর্মতলার মঞ্চও ঘুরে দেখে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনিও বক্তব্য রাখবেন ওই মঞ্চে। ছবি ও তথ্য-- অমিত সরকার
বুধবার প্রাক ২১-এ ধর্মতলার মঞ্চও ঘুরে দেখে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনিও বক্তব্য রাখবেন ওই মঞ্চে। ছবি ও তথ্য-- অমিত সরকার
advertisement
advertisement
advertisement