দঃ কলকাতার বাঘাযতীনে জন্ডিসের প্রকোপ, আক্রান্ত প্রায় ৪০ জন

Last Updated:

বিপদ এড়াতে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ। এলাকার ওয়াটার এটিএম আপাতত বন্ধ রাখার নির্দেশ বরো চেয়ারম্যানের।

#কলকাতা: দক্ষিণ কলকাতায় জন্ডিসের প্রকোপ। বিদ্যাসাগর কলোনির ৯৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০ জন আক্রান্ত জন্ডিসে। বিপদ এড়াতে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ। এলাকার ওয়াটার এটিএম আপাতত বন্ধ রাখার নির্দেশ বরো চেয়ারম্যানের।
দক্ষিণ কলকাতার বাঘাযতীনে গত ১৫ দিন ধরে জন্ডিসের প্রকোপ। পেটে ব্যাথা, জ্বর, বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন অনেকে। বাকিদের চিকিৎসা চলছে বাড়িতেই।
বিদ্যাসাগর কলোনির ৯৯ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০ জন আক্রান্ত জন্ডিসে। এদিন বরো চেয়ারম্যান তপন দাশগুপ্ত অসুস্থদের সঙ্গে দেখা করেন।
advertisement
চিকিৎসকদের অনুমান জল থেকেই ছড়াচ্ছে জন্ডিস। বিপদ এড়াতে তাই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই এলাকার সব জায়গায় এখনও পর্যন্ত পুরসভার পানীয় জল পৌঁছয় না। সেক্ষেত্রে ওয়াটার এটিএম আর ডিপ টিউবয়েলের জলই ভরসা। কিন্তু সেই জলই এখন আতঙ্কের কারণ। জন্ডিসের থাবা এড়াতে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। তবে কী থেকে রোগ ছড়াচ্ছে তা নিয়ে এখনও নিশ্চিত নন চিকিৎ‍্সকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দঃ কলকাতার বাঘাযতীনে জন্ডিসের প্রকোপ, আক্রান্ত প্রায় ৪০ জন
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement