২১ জুলাই সমাবেশে কড়া নজরদারি, মোতায়েন ৫ হাজার অতিরিক্ত পুলিশ
Last Updated:
#কলকাতা: তৃণমূলের একুশে জুলাই সমাবেশে কড়া নজরদারি। ৫ হাজার অতিরিক্ত পুলিশ থাকবে কলকাতায়। যাত্রীর মৃত্যুর জেরে বাড়তি নজর মেট্রোয়। গুরুত্বপূর্ণ ১০ মেট্রো স্টেশনে বাড়তি নজর। একাধিক পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। মঞ্চ থেকে কেসি দাস পর্যন্ত নজরদারিতে থাকবেন চারজন ডিসি। শিয়ালদহ, হাওড়া স্টেশনে থাকবে পুলিশ পিকেট। জলপথেও চলবে নজরদারি ।
এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। দু'দিন আগেই উত্তরবঙ্গ থেকে কলকাতায় হাজির তৃণমূল কর্মী-সমর্থকরা। সাধারণত একদিন আগে অর্থাৎ কুড়ি জুলাই উত্তরবঙ্গ থেকে তৃণমূল-কর্মী সমর্থকরা কলকাতায় চলে আসেন।
তবে এবার আগেই এসে গিয়েছেন তাঁরা। গীতাঞ্জলি ও সেন্ট্রাল পার্কে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে সবথেকে বেশি ভোটের অঙ্কে ধাক্কা খেয়েছে তৃণমূল । এবার উত্তরবঙ্গের কর্মী-সমর্থকদের তৃণমূল নেত্রী কী বার্তা দেন, তা তাৎপর্যপূর্ণ। সামনের পুরভোট ও বিধানসভা ভোটের আগে নেত্রীর বার্তা নিতে হাজির তৃণমূল কর্মী-সমর্থকরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2019 1:03 PM IST