Sealdah Train: হয়রানি থেকে মুক্তি! শিয়ালদহে কখন থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল? বড় খবর জানিয়ে দিল রেল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Sealdah Train: শিয়ালদহে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। গত শুক্রবার থেকেই শিয়ালদহ স্টেশনে ব্যহত হয় ট্রেন চলাচল। ভয়ঙ্কর সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা।
কলকাতা: শিয়ালদহে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। গত শুক্রবার থেকেই শিয়ালদহ স্টেশনে ব্যহত হয় ট্রেন চলাচল। ভয়ঙ্কর সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। তবে রবিবার দুপুর থেকেই পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিল রেল মন্ত্রক।
সূত্রের খবর অনুযায়ী, দুপুর ১২ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে শিয়ালদহ স্টেশনে। প্রসঙ্গত আজ দুপুর ২ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল শিয়ালদহের রেল পরিষেবা। তবে আশার কথা ১২ টা থেকেই স্বাভাবিক ভাবে চলবে ট্রেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, শিয়ালদহ স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। শিয়ালদহ মেন শাখায় ১২ কোচের ট্রেন চলাচলের জন্য কাজ চলছে। এই কাজের কারণেই শুক্রবার থেকে বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। বাতিল করা হয় ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন।
advertisement
যাত্রীদের ভোগান্তি কমাতে শনিবার বিশেষ বাস চালানো শুরু করে রাজ্য সরকার। শনিবার রাতে শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শয়ে শয়ে যাত্রীকে শিয়ালদহ স্টেশনেই রাত কাটাতে হয়েছে। রবিবার সকালেও পরিস্থিতি খুব একটা বদলায়নি বলেই সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2024 12:17 PM IST