Sealdah Train: হয়রানি থেকে মুক্তি! শিয়ালদহে কখন থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল? বড় খবর জানিয়ে দিল রেল

Last Updated:

Sealdah Train: শিয়ালদহে ট্রেন চলাচল ব‍্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার নিত‍্যযাত্রীরা। গত শুক্রবার থেকেই শিয়ালদহ স্টেশনে ব‍্যহত হয় ট্রেন চলাচল। ভয়ঙ্কর সমস‍্যায় পড়েন নিত‍্য যাত্রীরা।

হয়রানি থেকে মুক্তি! শিয়ালদহে কখন থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল? বড় খবর জানিয়ে দিল রেল
হয়রানি থেকে মুক্তি! শিয়ালদহে কখন থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল? বড় খবর জানিয়ে দিল রেল
কলকাতা:  শিয়ালদহে ট্রেন চলাচল ব‍্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার নিত‍্যযাত্রীরা। গত শুক্রবার থেকেই শিয়ালদহ স্টেশনে ব‍্যহত হয় ট্রেন চলাচল। ভয়ঙ্কর সমস‍্যায় পড়েন নিত‍্য যাত্রীরা। তবে রবিবার দুপুর থেকেই পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস দিল রেল মন্ত্রক।
সূত্রের খবর অনুযায়ী, দুপুর ১২ টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে শিয়ালদহ স্টেশনে। প্রসঙ্গত আজ দুপুর ২ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল শিয়ালদহের রেল পরিষেবা। তবে আশার কথা ১২ টা থেকেই স্বাভাবিক ভাবে চলবে ট্রেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, শিয়ালদহ স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। শিয়ালদহ মেন শাখায় ১২ কোচের ট্রেন চলাচলের জন্য কাজ চলছে। এই কাজের কারণেই শুক্রবার থেকে বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। বাতিল করা হয় ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন।
advertisement
যাত্রীদের ভোগান্তি কমাতে শনিবার বিশেষ বাস চালানো শুরু করে রাজ্য সরকার। শনিবার রাতে শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শয়ে শয়ে যাত্রীকে শিয়ালদহ স্টেশনেই রাত কাটাতে হয়েছে। রবিবার সকালেও পরিস্থিতি খুব একটা বদলায়নি বলেই সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Train: হয়রানি থেকে মুক্তি! শিয়ালদহে কখন থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল? বড় খবর জানিয়ে দিল রেল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement