Sealdah Local Train Timetable: নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ দক্ষিণ শাখায় বাড়ছে লোকাল ট্রেন! পাল্টে গেল আরও কিছু ট্রেনের সময়সূচি! জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Sealdah Local Train Timetable:নতুন ট্রেনের পাশাপাশি সময় বদল হচ্ছে একটি পুরনো লোকাল ট্রেনের সময়ও।
কলকাতা : শিয়ালদহ বনগাঁ সেকশনের পরে, এবার শিয়ালদহ দক্ষিণ শাখা। যাত্রীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ডিভিশন। রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করেন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। তাই তিনটি নতুন ইএমইউ ট্রেন এই রুটগুলিতে চালানো হবে।
সময়সূচিও ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে রেলের তরফে। জানা যাচ্ছে, সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে চলবে একটি লোকাল। একটি ইএমইউ স্পেশাল ট্রেন সোনারপুর থেকে রওনা দেবে ভোর ৫ টায় এবং পৌঁছবে ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ট্রেনটি চলবে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জে। এই স্পেশাল ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৬:৩০টায় এবং বালিগঞ্জে পৌঁছাবে সকাল ৭:৫৬টায়। আর বালিগঞ্জ থেকে সোনারপুরে চলবে তৃতীয় ট্রেনটি। এটি বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮:১৪টায় এবং সোনারপুর পৌঁছাবে সকাল ৮:৩৩টায়।
advertisement
এই তিনটি নতুন ট্রেনের পাশাপাশি সময় বদল হচ্ছে একটি পুরনো লোকাল ট্রেনের সময়ও। ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়বে। আগে যেখানে ট্রেনটি ছাড়ত ৪:৫০টায়, এখন তা ছাড়বে ৪:৪০টায় এবং পৌঁছাবে ডায়মন্ড হারবার সকাল ৫:৪৫টায় (আগে পৌঁছাত ৫:৫৫টায়)।
advertisement
আরও পড়ুন : ঝড়-বৃষ্টি চলবে গোটা রাজ্যে, কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
শিয়ালদহ রেল বিভাগের ডিআরএম জানিয়েছেন, সকালের দিকে ডায়মন্ড হারবার লাইনে যাত্রীদের চাপ অত্যধিক থাকে। নতুন এই তিনটি ইএমইউ চালু হলে সেখানকার যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি বালিগঞ্জগামী যাত্রীরা বিশেষ উপকৃত হবেন।এর আগে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ রুটে ৫টি নতুন ইএমইউ ট্রেন চালু করে যাত্রীদের সুবিধা হয়েছে শিয়ালদহ বিভাগে। এবার দক্ষিণ শাখার যাত্রীদের সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ। অফিস টাইমে বা স্কুল-কলেজগামী যাত্রীদের জন্য এই নতুন ট্রেনগুলির ফলে বিশেষ সুবিধা হবে।রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীরা।ডিভিশনের আধিকারিকরা জানাচ্ছেন, বিভিন্ন সেকশনে যাত্রীদের ভিড়ের পরিমাপ করা হচ্ছে। ফলে যেখানে চাহিদা বেশি, সেখানেই এবার রেলের সংখ্যা বাড়ানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 8:52 AM IST