Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে।
শিয়ালদহ বিভাগ দূর্গাপুজো মরশুমের আগে যাত্রী সুরক্ষা জোরদার করল—বিশেষ ‘ওয়ার রুম’ চালু করল।
দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।
ওয়ার রুম’-এর ভূমিকা ও বৈশিষ্ট্য
advertisement
উৎসব মরশুমে কোটি কোটি যাত্রী ও প্যান্ডেল-দর্শনার্থীর চাপ সামলাতে এই বিশেষ নিয়ন্ত্রণকক্ষ হবে রিয়েল-টাইম নজরদারি ও সিদ্ধান্তগ্রহণের কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র।
advertisement
বর্তমান ব্যবস্থাটি প্রযুক্তি-নির্ভর এক শক্তিশালী মাধ্যম, যার বৈশিষ্ট্যগুলি হল:
সর্বক্ষণ লাইভ নজরদারি: সমগ্র বিভাগে স্থাপিত ২,২০০-রও বেশি সিসিটিভি ক্যামেরার একীভূত লাইভ ভিডিও ফিড এই ওয়ার রুমে সরবরাহ করা হচ্ছে, যা ভিডিও সার্ভেইল্যান্স সিস্টেম (VSS) দ্বারা সমন্বিত।
কেন্দ্রীভূত মনিটরিং : ১২টি পৃথক ক্লাস্টারের ক্যামেরা যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ স্টেশন ও রেল সেকশনের উপর বিস্তৃত নজরদারি দিচ্ছে।
advertisement
রিয়েল-টাইম ভিড় নিয়ন্ত্রণ: এই ব্যবস্থা লাইভ ভিড় পর্যবেক্ষণে বিশেষ সহায়ক, যার মাধ্যমে রেলকর্মীরা সঙ্গে সঙ্গে ভিড় নিয়ন্ত্রণ করতে পারবেন এবং প্ল্যাটফর্ম বা কনকোর্সে সম্ভাব্য পদপিষ্ট বা অতিরিক্ত ভিড় রোধ করা সম্ভব হবে।
তথ্যভিত্তিক সিদ্ধান্তগ্রহণ: সম্পূর্ণ অপারেশনাল দৃশ্যের তাৎক্ষণিক চিত্র পাওয়ায় জরুরি পরিস্থিতি বা নিরাপত্তা হুমকির ক্ষেত্রে দ্রুত ও যথাযথ সিদ্ধান্ত নিতে বিভাগীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে।
advertisement
টভবিষ্যৎ সম্প্রসারণ: বর্তমানে এটি মূলত নজরদারি ও নিরাপত্তার উপর কেন্দ্রীভূত থাকলেও ভবিষ্যতে এই সিস্টেমকে একটি পূর্ণাঙ্গ ‘ওয়ার রুম’ হিসেবে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে, যাতে বড় দুর্ঘটনা থেকে প্রাকৃতিক দুর্যোগ—সবকিছু সামলানো যায়।
শিয়ালদহ ডিভিশন ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এই অত্যাধুনিক ব্যবস্থা শিয়ালদহ বিভাগের আধুনিক নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন। দুর্গাপূজার আনন্দকে আরও সুরক্ষিত করে তুলতে যাত্রী সুরক্ষায় এই পদক্ষেপ হবে এক বড় মাইলফলক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2025 6:50 PM IST