Bhai Phota Astro Tips: ফোঁটা দেওয়ার সময় বোনেরা ‘এই’ বিষয়ে নজর রাখুন, নইলে ভাইদের মাথায় চরম বিপদের কালো ছায়া
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Bhai Phota Astro Tips: ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়ার সময় ভাই-বোনের বসার শুভ দিক, উপবাসের নিয়ম এবং অমঙ্গল এড়াতে বোনেদের কোন ৪টি ভুল এড়িয়ে চলতে হবে—জেনে নিন
advertisement
advertisement
ভাইফোঁটার রীতি নীতি নিয়ে জানালেন অভিজ্ঞ জ্যোতিষবিদ দেবলীনা মজুমদার। তিনি বলেন, ” ভাইফোঁটার দিন, বোন তার ভাইকে টিকা লাগিয়ে পুজো করে, তবে টিকা দেওয়ার সময় দিকটি খেয়াল রাখতে হবে। জ্যোতিষ মতে, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়াও, ভাইফোঁটার আগে অবধি বোনেদের উপবাস রাখা উচিত।”
advertisement
advertisement