স্কুল শিক্ষকরা কেন করবেন প্রাইভেট টিউশন? দায়ের জনস্বার্থ মামলা

Last Updated:

স্কুলশিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ করার পরও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা ৷

#কলকাতা: আইন বলছে অন্য কথা ৷ কিন্তু আইনের পরোয়া না করেই রমরমিয়ে চলছে বেআইনি ‘ব্যবসা’ ৷ আগামীকে পথ দেখানো যাদের কাজ তারাই দিচ্ছেন আইন অমান্যের প্রাথমিক শিক্ষা ৷ স্কুলশিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ করার পরও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা ৷
স্কুলশিক্ষকদের এমন প্রবণতা আদালতের নজরে আনতে শুক্রবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কমল দে ৷ মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ শুনানি হবে আগামী ২১ এপ্রিল ৷
২০০৯ সালে পাশ হওয়া শিক্ষার অধিকার আইনের ২৮ নং ধারা অনুযায়ী, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও বেসরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি বা অন্য কোনও রকম প্রাইভেট প্র্যাক্টিস নিষিদ্ধ করা হয় ৷ ২০১১ সালে রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষকদের এই নির্দেশিকা সম্পর্কে জানালেও বদলায়নি ছবিটা ৷
advertisement
advertisement
সকলের চোখের সামনেই স্কুলে পড়ানোর পাশাপাশি বাড়িতেও ব্যাচের পর ব্যাচ ছাত্র পড়িয়ে উপরি উপার্জন করছেন শিক্ষকেরা ৷ অথচ নিয়ম বলছে, কোনও শিক্ষক স্কুলের বাইরে প্রাইভেট টিউশনি করছেন একথা জানতে পারলেই প্রধানশিক্ষক তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন এবং তাঁর অভিযোগের ভিত্তিতে ডিস্ট্রিক ইনস্পেকটর ঘটনার তদন্ত করে চুড়ান্ত পদক্ষেপ নেবেন ৷ বিজ্ঞপ্তির পর সাত বছর কেটে গেলেও স্কুল শিক্ষকদের বেআইনি এই কাজ বন্ধে আজ পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়ার নজির নেই, এমনকি অভিযোগ দায়ের উদাহরণও মেলেনি ৷
advertisement
একইসঙ্গে শিক্ষার অধিকার আইনের অন্য একটি ধারা অমান্যেও কলকাতার প্রথম সারির বেশ কয়েকটি স্কুলের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা ৷ ২০০৯ শিক্ষার অধিকার আইন অনুযায়ী, প্রত্যেক স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট আসনের ২৫ শতাংশ সমাজের পিছিয়ে পড়া স্তর থেকে আসা পড়ুয়াদের জন্য সংরক্ষিত রাখতে হবে ৷ বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই মানা হচ্ছে না এই নিয়ম ৷ ডন বস্কো, লা মার্টিনিয়ার, সাউথ পয়েন্ট বয়েজ অ্যান্ড গার্লসের মতো বেশ কিছু স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্কুল শিক্ষকরা কেন করবেন প্রাইভেট টিউশন? দায়ের জনস্বার্থ মামলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement