No Mask No School : নিয়ম ভঙ্গকারীদের পথে আনতে এ বার সামিল খুদে স্কুলপড়ুয়ারাও

Last Updated:

No Mask No School : পড়ুয়ারা পা রেখেছে তাদের প্রিয় স্কুলের চৌহদ্দিতে । শহরের নামীদামি স্কুলগুলিতে দেখা মিলছে সেই ছবির।

স্কুলের পড়ুয়ারাও  সচেতনতার প্রচারে সামিল
স্কুলের পড়ুয়ারাও  সচেতনতার প্রচারে সামিল
কলকাতা :  'নো মাস্ক, নো স্কুল'। কলকাতার বেশ কয়েকটি স্কুলের পর এ বার নরেন্দ্রপুর গ্রিন পার্কের একটি প্রাথমিক বিদ্যালয়ও একই পথে হাঁটল ।  বাড়ছে করোনা ভাইরাসের দাপট ।  স্কুলে 'মাস্ক মাস্ট'। কুড়ি মাস পর খুলেছে স্কুল গেট। বেজেছে স্কুল খোলার ঘণ্টা । আবারও বাড়ির দরজায় এসে দাঁড়াতে শুরু করেছে স্কুলবাস । পড়ুয়ারা পা রেখেছে তাদের প্রিয় স্কুলের চৌহদ্দিতে । শহরের নামীদামি স্কুলগুলিতে দেখা মিলছে সেই ছবির।
ফের করোনার ভ্রুকুটি । চিন্তার ভাঁজ স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকদের কপালে । সরকারের তরফ থেকে কোভিডবিধি মেনে স্কুল চালুর উদ্যোগ নেওয়া হলেও অনেকেই এখনও অসচেতন । কিন্তু পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে শহরের বেশ কিছু স্কুল ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে । এবার পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে নরেন্দ্রপুরের গ্রিন পার্ক শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ও পদক্ষেপ করল ।
advertisement
আরও পড়ুন :  সবুজায়নের লক্ষ্যে রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হবে অরণ্য সপ্তাহ
এই স্কুলের পড়ুয়ারাও  সচেতনতার প্রচারে সামিল । স্কুলের গেটে স্কুল কর্তৃপক্ষের তরফে 'নো মাস্ক, নো স্কুল' নোটিস লাগানোর পাশাপাশি সচেতনতার প্রচারে পোস্টার হাতে প্রচারে সামিল পড়ুয়ারাও । তারা সকলে বলছে, ‘‘ আমরা পড়তে চাই। আমরা স্কুলে আসতে চাই।’’
advertisement
advertisement
আরও পড়ুন :  সেলসম্যান থেকে কোটিপতি! অরুণ স্যামুয়েলের গল্প হার মানাবে সিনেমাকেও
সকলকে মাস্ক পড়ার বার্তাও দিচ্ছে এই স্কুলের ছোট ছোট পড়ুয়ারা । স্কুলের প্রধানশিক্ষক সৌমিত্র কর বলেন, ‘‘ যেহেতু করোনা ভাইরাসের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, তাই পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই আমরা স্কুলে মাস্ক বাধ্যতামূলক করেছি । শুধু পড়ুয়ারাই নয়, স্কুলের শিক্ষক থেকে শুরু করে নন টিচিং স্টাফদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।’’ পাশাপাশি পড়ুয়াদের মাধ্যমেও সমাজে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধান শিক্ষক । ডিপিএস রুবি পার্ক, বালিগঞ্জ শিক্ষা সদন, সেন্ট জেভিয়ার্স স্কুলের পাশাপাশি  লা মার্টিনিয়ের স্কুল কর্তৃপক্ষও নোটিস দিয়েছে । মাস্ক ছাড়া ক্লাসরুম ও স্কুলে প্রবেশের অনুমতি নয় । কলকাতা শহরের একাধিক স্কুলে গিয়ে দেখা গেল, পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে সেই কোভিডবিধির পুরনো ছবি। এবার সেই একই পথে সামিল গ্রিন পার্ক শিক্ষা সদন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
No Mask No School : নিয়ম ভঙ্গকারীদের পথে আনতে এ বার সামিল খুদে স্কুলপড়ুয়ারাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement