Home /News /kolkata /
No Mask No School : নিয়ম ভঙ্গকারীদের পথে আনতে এ বার সামিল খুদে স্কুলপড়ুয়ারাও

No Mask No School : নিয়ম ভঙ্গকারীদের পথে আনতে এ বার সামিল খুদে স্কুলপড়ুয়ারাও

স্কুলের পড়ুয়ারাও  সচেতনতার প্রচারে সামিল

স্কুলের পড়ুয়ারাও  সচেতনতার প্রচারে সামিল

No Mask No School : পড়ুয়ারা পা রেখেছে তাদের প্রিয় স্কুলের চৌহদ্দিতে । শহরের নামীদামি স্কুলগুলিতে দেখা মিলছে সেই ছবির।

  • Share this:

কলকাতা :  'নো মাস্ক, নো স্কুল'। কলকাতার বেশ কয়েকটি স্কুলের পর এ বার নরেন্দ্রপুর গ্রিন পার্কের একটি প্রাথমিক বিদ্যালয়ও একই পথে হাঁটল ।  বাড়ছে করোনা ভাইরাসের দাপট ।  স্কুলে 'মাস্ক মাস্ট'। কুড়ি মাস পর খুলেছে স্কুল গেট। বেজেছে স্কুল খোলার ঘণ্টা । আবারও বাড়ির দরজায় এসে দাঁড়াতে শুরু করেছে স্কুলবাস । পড়ুয়ারা পা রেখেছে তাদের প্রিয় স্কুলের চৌহদ্দিতে । শহরের নামীদামি স্কুলগুলিতে দেখা মিলছে সেই ছবির।

ফের করোনার ভ্রুকুটি । চিন্তার ভাঁজ স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকদের কপালে । সরকারের তরফ থেকে কোভিডবিধি মেনে স্কুল চালুর উদ্যোগ নেওয়া হলেও অনেকেই এখনও অসচেতন । কিন্তু পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে শহরের বেশ কিছু স্কুল ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে । এবার পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে নরেন্দ্রপুরের গ্রিন পার্ক শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ও পদক্ষেপ করল ।

আরও পড়ুন :  সবুজায়নের লক্ষ্যে রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হবে অরণ্য সপ্তাহ

এই স্কুলের পড়ুয়ারাও  সচেতনতার প্রচারে সামিল । স্কুলের গেটে স্কুল কর্তৃপক্ষের তরফে 'নো মাস্ক, নো স্কুল' নোটিস লাগানোর পাশাপাশি সচেতনতার প্রচারে পোস্টার হাতে প্রচারে সামিল পড়ুয়ারাও । তারা সকলে বলছে, ‘‘ আমরা পড়তে চাই। আমরা স্কুলে আসতে চাই।’’

আরও পড়ুন :  সেলসম্যান থেকে কোটিপতি! অরুণ স্যামুয়েলের গল্প হার মানাবে সিনেমাকেও

সকলকে মাস্ক পড়ার বার্তাও দিচ্ছে এই স্কুলের ছোট ছোট পড়ুয়ারা । স্কুলের প্রধানশিক্ষক সৌমিত্র কর বলেন, ‘‘ যেহেতু করোনা ভাইরাসের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, তাই পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই আমরা স্কুলে মাস্ক বাধ্যতামূলক করেছি । শুধু পড়ুয়ারাই নয়, স্কুলের শিক্ষক থেকে শুরু করে নন টিচিং স্টাফদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।’’ পাশাপাশি পড়ুয়াদের মাধ্যমেও সমাজে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধান শিক্ষক । ডিপিএস রুবি পার্ক, বালিগঞ্জ শিক্ষা সদন, সেন্ট জেভিয়ার্স স্কুলের পাশাপাশি  লা মার্টিনিয়ের স্কুল কর্তৃপক্ষও নোটিস দিয়েছে । মাস্ক ছাড়া ক্লাসরুম ও স্কুলে প্রবেশের অনুমতি নয় । কলকাতা শহরের একাধিক স্কুলে গিয়ে দেখা গেল, পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে সেই কোভিডবিধির পুরনো ছবি। এবার সেই একই পথে সামিল গ্রিন পার্ক শিক্ষা সদন।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Corona Virus COVID 19

পরবর্তী খবর