School Reopens: 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পে বেসরকারি স্কুলের পড়ুয়ারাও সুযোগ পাবে

Last Updated:

পাড়ায় শিক্ষালয়' (School Reopnes)- বেসরকারি স্কুলে পড়ে আপনার সন্তান, সেও যোগ দিতে পারে...

পরিস্থিতি স্বাভাূবিকের দিকে এগোতেই দেশের বিভিন্ন রাজ্য়ে কোভিড-বিধি মেনে খুলছে স্কুল
পরিস্থিতি স্বাভাূবিকের দিকে এগোতেই দেশের বিভিন্ন রাজ্য়ে কোভিড-বিধি মেনে খুলছে স্কুল
#কলকাতা: ‘‘পাড়ায় শিক্ষালয়' (School Reopnes) প্রকল্পে যদি বেসরকারি স্কুলের পড়ুয়ারাও অংশ নিতে চায় তাহলে তাদেরও স্বাগত। আমরা চাই বর্তমান  অতিমারি পরিস্থিতিতে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়।’’ বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনা পরিস্থিতিতে প্রাথমিক পঠনপাঠনের নয়া উদ্যোগ হিসেবে সোমবার বিকাশ ভবনে 'পাড়ায় শিক্ষালয়' (School Reopnes) প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
সোমবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, ‘‘স্কুল খুলে  (School Reopnes) আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, সে কারণে গোষ্ঠী সংক্রমণ না বাড়িয়ে আগে দরকার প্রতিবিধান। একই সঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল কবে খুলতে পারে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন।’’ 'পাড়ায় শিক্ষালয়'  প্রকল্পের ফলে ৬০ লক্ষের বেশি সরকারি স্কুলের (Government School) পড়ুয়া (Students) উপকৃত হবে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। তার মধ্যেই স্কুল খোলার প্রশ্নে ব্রাত্য (Bratya Basu)  জানান, বেসরকারি স্কুলগুলিও (Private School) যদি এই উদ্যোগে অংশ নিতে চায় তাহলে তাদেরও স্বাগত। আমরা চাই বর্তমান অতিমারি পরিস্থিতিতে শিক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না হয়'।
advertisement
Students from private schools can also join school going to start in open space in every locality Students from private schools can also join school going to start in open space in every locality
advertisement
পাড়ায় শিক্ষালয় প্রকল্পে অংশগ্রহণকারী ইচ্ছুক বেসরকারি স্কুল (Private School) কর্তৃপক্ষ তথা অভিভাবকদের নিজের এলাকার সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-র (Bratya Basu) দাবি, 'দেশে প্রথম কোনও রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুল বন্ধ থাকলেও 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা কর হল'।
advertisement
প্রসঙ্গত ,  প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়'।  শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পাড়ার কোনও খোলামেলা জায়গায় করোনা বিধি মেনেই প্রাথমিক স্কুলের শিক্ষক- শিক্ষিকা, শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, প্যারা টিচাররা পাড়ার শিক্ষালয় পরিচালনার দায়িত্বে থাকবেন'৷
advertisement
কীভাবে প্রকল্প বাস্তবায়িত হবে তার নির্দিষ্ট গাইডলাইনও সব জেলার জেলাশাসকদের ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন , 'টানা করোনা পরিস্থিতিতে অনেক পড়ুয়াই স্কুলের প্রতি আগ্রহ হারাচ্ছে। স্কুলছুটের পরিসংখ্যানও বেড়েছে।  এই পরিস্থিতিতে 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প যথেষ্টই কার্যকরী হবে'।
advertisement
VENKATESWAR  LAHIRI
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
School Reopens: 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পে বেসরকারি স্কুলের পড়ুয়ারাও সুযোগ পাবে
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement