Scam News: বিএড কলেজে দুর্নীতি? রাজ্য জুড়ে ২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল! নেপথ্যে চমকে দেওয়া কারণ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Scam News: এক ধাক্কায় ২৫৩টি বিএড কলেজের অনুমোদন চূড়ান্তভাবে বাতিল করল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। কেন্দ্র বাতিল করল ১৮টি বিএড কলেজের অনুমোদন।
কলকাতা: রাজ্যে ছাতার মতো গড়ে উঠেছে একের পর এক বি এড কলেজ। এবার কি সেই বিএড কলেজগুলিতেও দুর্নীতির গন্ধ পাচ্ছে রাজ্যের বি.এড বিশ্ববিদ্যালয়? এক ধাক্কায় ২৫৩টি বিএড কলেজের অনুমোদন চূড়ান্তভাবে বাতিল করল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। কেন্দ্র বাতিল করল ১৮টি বিএড কলেজের অনুমোদন।
শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ বিএড কলেজগুলি থেকেই দেওয়া হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে বিএড কলেজগুলির থেকে ফেক সার্টিফিকেট দেওয়ার মতো তথ্য। শিক্ষক প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় এক ধাক্কায় এত সংখ্যক বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয় চলতি বছরে।
advertisement
advertisement
“আপনারা দেখছেন নিয়োগ দুর্নীতির ঘটনায় কী ভাবে খবর আসছে। বিএড কলেজ থেকে ফেক সার্টিফিকেট দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই এবার আমাদের কড়া হওয়ার প্রয়োজন ছিল। দুর্নীতি হয়েছে কী হয়নি তা পরবর্তীকালে বিচার ব্যবস্থা বিচার করবে।” এমনটাই বললেন বি এড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়।
advertisement
খোদ উপাচার্যও স্বীকার করছেন, একাধিক বি এড কলেজ ভুয়ো সার্টিফিকেট দিয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে তা উঠে এসেছে। একাধিক বি এড কলেজ ভুয়ো দমকলের সার্টিফিকেট দিচ্ছে, একাধিক বি এড কলেজ শিক্ষকই নেই। আমরা গিয়ে গিয়ে দেখেছি। তবে একইসঙ্গে উপাচার্য জানিয়েছেন, কলেজগুলির কাছে ফের সুযোগ থাকবে বি এড বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন নেওয়ার। আগামী বছর তাদের কাছে সেই সুযোগ থাকবে বলেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
advertisement
যেভাবে কোলেস্টেরল কমাতে হয়: কোলেস্টেরল বৃদ্ধি আপনার শরীরের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। আসুন আমরা আপনাকে বলি যে কোলেস্টেরল আপনার রক্তে পাওয়া মোমের মতো পদার্থ। আপনার শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে তা হার্টে প্রভাব ফেলে। শুধু তাই নয়, কোলেস্টেরল বেড়ে গেলে হার্ট অ্যাটাকও হতে পারে। এছাড়াও কোলেস্টেরল বৃদ্ধির কারণে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।এমন পরিস্থিতিতে আমরা আপনাকে এখানে বলব কোলেস্টেরল বৃদ্ধির কারণে কী কী সমস্যা হতে পারে? আমাদের জানতে দাও.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 5:12 PM IST