Scam in West Bengal: তাপস মণ্ডলের সঙ্গে সরাসরি যোগ বিজেপির! বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের

Last Updated:

Scam in West Bengal: সাংবাদিকরা কুন্তলের কাছে জানতে চান বিজেপি নেতার নাম? এ বিষয়ে যদিও কোনও রকম মুখ খোলেননি কুন্তল।

তাপসের বিরুদ্ধে বিস্ফোরক কুন্তল
তাপসের বিরুদ্ধে বিস্ফোরক কুন্তল
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকে বারবার বিভিন্ন বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন ব্যক্তির নাম তিনি বলেছিলেন। আর্থিক লেনদেনের অভিযোগও করেছিলেন তাদের বিরুদ্ধে। তাপস মণ্ডলের বিরুদ্ধেও আগেই ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই যুব তৃণমূল নেতা। এবার আরও একধাপ এগিয়ে তাপসের বিজেপি-যোগের কথা তুললেন তিনি।
তাঁর দাবি, তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। শুক্রবার শেষ হচ্ছে তাপস মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ। আজ নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে তোলা হতে চলেছে তাকে। নগর দায়রা আদালতে নিয়ে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় কুন্তল বলেন,'তাপস মণ্ডল বিজেপির সঙ্গে কীভাবে যুক্ত আছেন দেখে নিন।' সাংবাদিকরা কুন্তলের কাছে জানতে চান বিজেপি নেতার নাম? এ বিষয়ে যদিও কোনও রকম মুখ খোলেননি কুন্তল।
advertisement
advertisement
তিনি সংবাদমাধ্যমকে জানান,'আদালতে সব বলব। অনেক কিছু বলার আছে পরে গিয়ে বলছি।' শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের নাম ইডির কাছে ফাঁস করেছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি অভিযোগ করেছিলেন, চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের থেকে প্রায় ১৯ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। তাপসের বয়ানের পর কুন্তলকে প্রায় ২৭ ঘন্টা  জেরা করে ইডি। তল্লাশি অভিযান শেষ হওয়ার পর গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারির পর তিনি অভিযোগ করেছিলেন যে, 'তাপস মণ্ডলই আমায় চক্রান্ত করে ফাঁসিয়েছে। ও আমার কাছে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন। আমি ঘুষ না দেওয়ার কারণে আমায় গ্রেফতার করিয়েছে সে।'
advertisement
যদিও কুন্তলের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছিলেন তাপস। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, 'চাকরির জন্যই আমার ছাত্র এবং পরিচিত লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিল কুন্তল। সেই প্রমাণ আমি সিবিআই ও ইডির কাছে দিয়েছি। টাকা ফেরতের জন্য ক্রমাগত চাপ দিয়েছি। বার বার টাকা ফেরত দিতে বলেছি। ওর বাড়িতে যাঁরা ধর্না দিতেন, তাঁরা এসে আমার কাছে বলতেন। দীর্ঘ দিন ধরে টাকা ফেরতের জন্য চাপ তৈরি করেছি। এটা কি অন্যায়?'
advertisement
যদিও তাপস মণ্ডলকে জেরা করার জন্য বারংবার সিজিও কমপ্লেক্সে ডাকা হলেও তাকে গ্রেফতার করেনি ইডি। ইডি সূত্রে খবর কুন্তলের মুখোমুখি বসেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাপস মণ্ডল যথেষ্ট সহযোগিতা করছেন বলে খবর সুত্রের। তবে তাপস মণ্ডলের বিরুদ্ধে এবার বিজেপি যোগের গুরুতর অভিযোগের কী উত্তর দেন তাপস মণ্ডল, এখন সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam in West Bengal: তাপস মণ্ডলের সঙ্গে সরাসরি যোগ বিজেপির! বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement