Scam: সর্ষের মধ্যে লুকিয়ে ভূত! বাকিবুল গ্রেফতার হতেই চাঞ্চল্যকর তথ্য আসছে ইডির হাতে
- Published by:Suvam Mukherjee
- Written by:Amit Sarkar
Last Updated:
Scam: খাদ্য সামগ্রি কেলেঙ্কারি মামলায় ইডির নজরে বাকিবুর রহমানের বেশ কিছু রেজিস্ট্রার বুক
কলকাতা: খাদ্য সামগ্রি কেলেঙ্কারি মামলায় ইডির নজরে বাকিবুর রহমানের বেশ কিছু রেজিস্ট্রার বুক। তাতেই লুকিয়ে গরমিল রহস্য বলে দাবি ইডির। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর প্রথমে আটক ও পরে বয়ানে একাধিক অসঙ্গতির কারণে অবশেষে শনিবার সকালে বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তাকে এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
সোমবার তাকে ফের আদালতে তোলা হবে। রেশনের খাদ্য সামগ্রি সরবরাহে দুর্নীতি হয়েছে। ২০২০ সালে নদিয়ার কোতোয়ালি থানায় এফআইআর হয়। সূত্রের খবর, এর আগে এই দুর্নীতর তদন্তে নেমে রাজ্য পুলিশের তরফে বার কয়েক তল্লাশি অভিযান চালানো হয়। পরে এই মামলার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রে দাবি, ডিস্ট্রিবিউটরের অর্ডার থেকে সুকৌশনে চাল ও গমের বস্তা সরিয়ে খোলা বাজারে বিক্রি এবং সেই টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। তারই তদন্তে নেমে এবার নজরে বাকিবুরের একাধিক চাল ও গম মিলের রেজিস্ট্রার। কারণ সেই রেজিস্ট্রারেই লুকিয়ে রয়েছে রহস্য বলে দাবি ইডির।
advertisement
advertisement
সূত্রের দাবি, কোনও ডিস্ট্রিবিউটর ১০০ বস্তা গমের অর্ডার দিয়েছেন বাকিবুরকে। সেই গম সরবরাহ করার মধ্যেই লুকিয়ে দুর্নীতি। কি ভাবে দুর্নীতি হয়েছে? ইডি সূত্রে দাবি, এক একটি অর্ডারের সরবরাহ দিতে গিয়ে ৩০ থেকে ৪০ শতাংশ গম বা চাল সরিয়ে নেওয়া হত। এখানেই শেষ নয়, সেই খাদ্য সামগ্রি খোলা বাজারে বিক্রি করে মুনাফা পেয়েছে বাকিবুর।
advertisement
শুধুই কি বাকিবুর? ইডির দাবি, এই কেলেঙ্কারিতে যোগ রয়েছে ডিস্ট্রিবিউটরদের একাংশের। কারণ তাদের কাছেও পৌঁছে যেত খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত টাকার একটা অংশ। তাই তাদের ধরতে বাকিবুরকে জেরা করার প্রয়োজন আছে বলে দাবি ইডির।
advertisement
আর রেজিস্ট্রার বুকে রয়েছে গরমিল। তা ধরতেই খতিয়ে দেখা হচ্ছে রেজিস্ট্রার। কখন কত পরিমানে খাদ্য সামগ্রির অর্ডার এসেছে? কত সামগ্রি পাঠানো হয়েছে? সবটাই তদন্ত করে দেখছে ইডি। একই সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 6:02 PM IST