‘পূর্ণ সুরক্ষা’ টার্ম পলিসি নিয়ে হাজির SBI Life, পাওয়া যাবে লাইভ কভারও

Last Updated:

এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে যে নতুন পলিসি আনা হয়েছে, তা কঠিন রোগের চিকিৎসার জন্য অত্যন্ত উপযোগী ৷

#কলকাতা: ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেই বা না চায় বলুন ৷ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি হোক বা রোগপ্রতিরোধ ক্ষমতা, সবই কমতে থাকে ৷ এদিকে কাজ করার কোনও সামর্থ্য নেই ৷ কিন্তু হঠাৎ করে ধরা পড়া কোনও কঠিন রোগ শেষ জীবনটা তছনছ করে দিয়ে যায় ৷ জীবনবীমা বা মেডিক্লেম হয়তো অনেকেই করে রাখেন ৷ কিন্তু স্বাস্থ্য বিমা করান এমন মানুষের সংখ্যা এদেশে অত্যন্ত কম ৷ স্বাস্থ্য বিমার সঙ্গে লাইভ কভার একসঙ্গে পেলে কেমন হয় ? নিশ্চয় ভাল ৷ এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে যে নতুন টার্ম পলিসি আনা হয়েছে, তা কঠিন রোগের চিকিৎসার জন্য অত্যন্ত উপযোগী ৷ বিমার আওতায় থাকছে ক্যান্সার বা কিডনি রোগ থেকে শুরু করে আরও ৩৬ ধরণের জটিল রোগ ৷
এসবিআই-এর এই নতুন পলিসির নাম ‘এসবিআই লাইফ পূর্ণ সুরক্ষা’ ৷ এর আগে ক্যান্সার রোগের জন্য স্বাস্থ্য বিমা আনলেও বাকি সবধরণের জটিল রোগের জন্য এটাই সংস্থার প্রথম পলিসি ৷ মাত্র ৩০০০ টাকা প্রিমিয়াম থেকে শুরু হওয়া এই বিমা ভবিষ্যৎ সুরক্ষার জন্য যথেষ্ট উপযোগী বলেই দাবি সংস্থার ৷ কারণ এতে রয়েছে হেলথ কভার বেনিফিট ৷ যিনি বিমা করাচ্ছেন, তাঁর মৃত্যুর পরেও গোটা টাকাটাই পাবেন তাঁর নমিনি ৷ অর্থাৎ ধরা যাক কোনওপ্রকার জটিল রোগ হল না ৷ কোনও রোগের চিকিৎসা ছাড়াই ব্যক্তির মৃত্যু হলে বিমার টাকাটা জলে গেল, তা কিন্তু নয় ৷ এদেশে স্বাস্থ্য বিমা করান এমন মানুষের সংখ্যা বেশ কম ৷ তাই ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এবার ‘পূর্ণ সুরক্ষা’-র পলিসি নিয়ে হাজির এসবিআই লাইফ ৷
advertisement
Ravindra Kumar (Left), President – Zone 3 and Prem Vidyarthi (Right), Regional Director Bengal Region SBI Life Ravindra Kumar (Left), President – Zone 3 and Prem Vidyarthi (Right), Regional Director Bengal Region SBI Life
advertisement
এই পলিসির সবচেয়ে বড় লাভ হল, পলিসির টার্ম যতোটা বাড়বে, ততোই জটিল রোগের কভারও বাড়তে থাকবে ৷ কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে এসবিআই লাইফের জোন ৩-র প্রেসিডেন্ট রবীন্দ্র কুমার বলেন, ‘‘ গৃহ ঋণ বা এডুকেশনাল লোনের মতো বিষয়গুলি যেমন জীবনের প্রথম পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তেমন পরবর্তী পর্যায়ের জন্য লাইফ কভারের প্রয়োজনীয়তা অনেক বেশি ৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই অনেক দায়-দায়িত্ব কমতে থাকলেও চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তেই থাকে ৷ এসবিআই লাইফের এই পূর্ণ সুরক্ষার পলিসিতে ‘অটো-রিব্যালেন্সিং ফিচার’ গ্রাহককে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি এবং সামর্থ্যের দিকে নজর রেখেই বীমা প্ল্যান করার বিষয় সাহায্য করবে ৷ এতে আর্থিকভাবেও আরও সুরক্ষিত হবেন ব্যক্তি ৷ কোনও জটিল রোগ হলে তার চিকিৎসার জন্য সর্বসান্ত হওয়ার অবস্থা হবে না বীমাকারীর ৷ ’’
advertisement
নতুন এই পলিসির সময়কাল (Policy Term) ১০,১৫,২০,২৫ এবং ৩০ বছরের ৷ গোটা টার্মেই প্রিমিয়াম থাকবে একই ৷ মাসিক, বছরে দু’বার বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারবেন গ্রাহকরা ৷ এর থেকে কর ছাড়ের সুবিধাও পাবেন তাঁরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘পূর্ণ সুরক্ষা’ টার্ম পলিসি নিয়ে হাজির SBI Life, পাওয়া যাবে লাইভ কভারও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement