ফেলু মিত্তির এলাইচি চা, লালমোহন দার্জিলিং টি, তোপসে অরগানিক গ্রিন টি...পাওয়া যাচ্ছে শহরেই
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ফেলুদা’কে ভালবাসে না এমন বাঙালি মেলা দুষ্কর । আর এই ক্যাফের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে রয়েছেন সত্যজিৎ আর ফেলুদা ।
SREEPARNA DASGUPTA
#কলকাতা: যতই চারিদিকে পুজো নিয়ে মাতামাতি হোক না কেন, এই বছরটা একটু শান্ত থাকাই ভাল। আার ঠিক তাই আপনি যদি শান্তিপ্রিয় মানুষ হন, সত্যজিৎ ভালবাসেন, তাহলে এই পুজোয় এক কাপ চায়ের জন্য আপনার ঠিকানা হতেই পারে ‘ক্যাফে ফিউশন’।
এই রেস্তোরাঁর আবাহে আছে সত্যজিৎ রায়, থেকে শুরু করে বাংলা রক । গানে, সৃজনে, সর্বত্র। এ বছর বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী। চায়ের মেনুতে তাই তাঁর সৃষ্টিকেই স্মরণ করছে ‘ক্যাফে ফিউশন’।
advertisement
advertisement

পুজোর আগে তাই চায়ের চুমুকে হাজির ফেলু মিত্তির এলাইচি চা, মগনলাল ব্ল্যাক টি, লালমোহন দার্জিলিং টি, তোপসে অরগানিক গ্রিন টি, মুকুল চকোলেট টি, হীরক রাজা ভাইরাল মিল্ক টি, সিধু জ্যাঠা আইস টি।

advertisement
বাঙালির ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে ও বিশ্বের সঙ্গে তাল মেলানো কিভাবে সম্ভব তার দারুন উদাহরণ এই ক্যাফে। বঙ্গ সাংস্কৃতিক চর্চার সঙ্গে ভিন্ন দেশের ভিন্ন সুস্বাদু খাবার যথাযথ দামে এই মেল বন্ধন এর নামই ‘ক্যাফে ফিউশন’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2020 2:25 PM IST