Saraswati Mysterious Death: কসবায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন! অবসাদ কি গ্রাস করছে শহরের তরুণীদের?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Saraswati Mysterious Death: ঘটনায় শোকের ছায়া পরিবার থেকে প্রতিবেশীদের মধ্যে। রাতে কার সঙ্গে ফোনে কথা? কল লিস্ট খতিয়ে দেখবে কসবা থানা।
#কলকাতা : ফের শহর কলকাতায় তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। পল্লবী, বিদিশা, মঞ্জুষার পর এবার সরস্বতী দাস (Saraswati Das)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায় বেদিয়াডাঙ্গা সেকেন্ড লেনে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। জানা যায় বয়সের নিরিখে নেহাতই কিশোরী বছর ঊনিশের সরস্বতীর ঝুলন্ত দেহ রবিবার সকালে উদ্ধার করে কসবা থানার পুলিস (Saraswati Mysterious Death)।
পরিবারের দাবি, মেক আপের আর্টিস্ট ছিলেন সরস্বতী। করতেন মেহেন্দি আর্টিস্টের কাজও। পাশাপাশি করতেন টিউশন। ভালোবাসতেন ছবি তুলতে। কিন্তু কী কারণে মাত্র উনিশ বছরের তরতাজা এক তরুণীর এরকম পরিণতি আজ? কী এমন ঘটল যে জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্তের পথ বেছে নিলেন তিনি? নাকি অন্য কোনও কারণ রয়েছে এই মৃত্যুর পিছনে?
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। কী কারণে মৃত্যু? মানসিক অবসাদ? কোনও সম্পর্ক ছিল? কোনও সম্পর্কর টানাপোড়েন কিনা সেটাও খতিয়ে দেখবে পুলিশ। কসবাতে মামার বাড়িতে দিদা, মায়ের সঙ্গে থাকতেন স্বরস্বতী দাস। পরিবারের দাবি, গতকাল রাতে ফোনে কথা বলছিলেন কারণ তাঁর এক আত্মীয় ফোন করেন যখন তখন অন্য ফোন কেটে আত্মীয়র ফোন ধরেন। সেক্ষেত্রে কারো সঙ্গে সম্পর্ক ছিল কিনা নিশ্চত নন পরিবারের লোকেরা।
advertisement

কেন বারবার একের পর এক তরুণীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন? কী কারণ রয়েছে নেপথ্যে? গত কয়েক দিনের ব্যবধানে পর পর মডেল অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে কলকাতাবাসীর মন-মস্তিষ্ক। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে উঠেছে আলোচনার ঝড়। অবসাদ না সম্পর্কের টানাপোড়েন এই নিয়ে ধন্ধে পরিবারগুলিও।
advertisement
উল্লেখ্য, মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যেই প্রথমে গরফায় অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় কিছু দিন আগে। তারপর নাগেরবাজারে মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার দুদিন পর পাটুলিতে অনেকটা একইভাবে মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর এবার স্বরস্বতী দাস। পর পর চার জন তরুণীর মৃত্যুতে হতবাক শহরবাসী। অন্যদিকে সরস্বতীর পরিবারের দাবি, তাঁর ঘরে একটি খাতা পাওয়া গিয়েছে, তাতে মায়ের উদ্দেশ্যে কিছু কথা লিখেছে সরস্বতী। মা সবসময় অনুপ্রেরণা দিয়েছে বলেও লিখেছেন সেইসঙ্গে মাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মা ও মাসি আয়ার কাজ করেন। ফলে শনিবার দিদা ছাড়া আর কেউ ছিল না বাড়িতে। ঘটনায় শোকের ছায়া পরিবার থেকে পাড়া প্রতিবেশিদের মধ্যেও। গোটা বিষয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কসবা পুলিশ।
advertisement
অর্পিতা হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2022 11:41 PM IST