প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় ! শোকের ছায়া টলিউডে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।
#কলকাতা: দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার কলকাতায় নিজের গল্ফগ্রিনের বাড়িতে সন্ধ্যে ৭:৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।
তপন সিনহার ছবি 'রাজা' দিয়ে যাত্রা শুরু হয়েছিল অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের। তারপরে প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নেন সন্তু মুখোপাধ্যায়। হারমোনিয়াম, ব্যাপিকা বিদায়, অগ্নিপথ, দেবদাস, ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রে সন্তু মুখোপাধ্যায় এর অভিনয় দর্শক মহলে সমাদৃত। বর্তমানে বেশ কিছু টেলি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে দেখা যাচ্ছিল তাঁকে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2020 4:26 PM IST