Sanjay Rai-RG Kar Case: জেলের মধ্যে এ কী শুরু করেছেন আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয়! 'আবদার' শুনে মাথা ঘুরে যাবে

Last Updated:

Sanjay Rai-RG Kar Case: জেল সূত্রে খবর, জেলের খাবার নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন সঞ্জয়।

জেলে সঞ্জয়ের 'আবদার'
জেলে সঞ্জয়ের 'আবদার'
কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলেও বর্তমানে ওই তদন্ত করছে সিবিআই। তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন সিবিআইয়ের দায়িত্বে। অবশ্য বর্তমানে জেল হেফাজতে রয়েছে সঞ্জয়। আর সেখানেই তার একের পর এক বায়ানাক্কার কথা শুনতে পাওয়া যাচ্ছে। যা রীতিমতো চমক ওঠার মতো।
জেল সূত্রে খবর, জেলের খাবার নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন সঞ্জয়। এক কারারক্ষীকে সঞ্জয় প্রশ্ন করেন, ”আজ রাতে খাবার কী আছে?” উত্তর আসে, ”রুটি-সবজি।” আর এই উত্তর শুনেই সঞ্জয় রীতিমতো ক্ষোভ ব্যক্ত করে বলে জানা গিয়েছে। তার দাবি, রাতে তাকে এগ চাউমিন খেতে দেওয়া হোক। যদিও জেলের নিয়মে সব বন্দির জন্য যে খাবার তৈরি করা হয়, প্রত্যেককে সেই খাবারই খেতে হয়। ফলে সঞ্জয়ের এই চাউমিনের আবেদন ধোপে টেকেনি।
advertisement
advertisement
জেল সূত্রে জানা গিয়েছে, রাতে যখন সঞ্জয়ের কাছে রুটি-সবজি পৌঁছে দেওয়া হয়, তখনও নাকি এ নিয়ে রাগ দেখায় সে। কিন্তু কারারক্ষীদের ধমক খেয়েই পরে খাবার খেয়ে নেয় সে।
এর আগে সিবিআই হেফাজত থেকে যখন জেল হেফাজত হয় সঞ্জয়ের, তখন জেলে ঢুকেই কারারক্ষীদের হাতজোড় করে আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত সঞ্জয়। তাকে শান্তিতে ঘুমোতে দেওয়ার আবেদন করে সে। এমনকী নানা সময় বিড়বিড় করছে সে। তবে, কয়েকদিন যেতেই ফের স্বমূর্তিতে ফিরেছে সে। এখন তার নতুন আবদার খাওয়ার নিয়ে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sanjay Rai-RG Kar Case: জেলের মধ্যে এ কী শুরু করেছেন আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয়! 'আবদার' শুনে মাথা ঘুরে যাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement