দার্জিলিঙের নতুন জেলাশাসক সঞ্জয় বনশল, বদল আলিপুরদুয়ারেও
Last Updated:
জেলাশাসক বদল করা হয়েছে আলিপুরদুয়ারেরও৷ আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক হলেন সুরেন্দ্র কুমার মীনা৷
#কলকাতা: জেলাশাসক বদল করা হল দার্জিলিঙে৷ দার্জিলিঙের নতুন জেলাশাসক হলেন সঞ্জয় বনশল৷ জয়শী দাশগুপ্তর বদলে জেলাশাসক হলেন সঞ্জয়৷ জয়শী দাশগুপ্তকে খাদ্য দফতরে যুগ্ম সচিব করা হল৷
জেলাশাসক বদল করা হয়েছে আলিপুরদুয়ারেরও৷ আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক হলেন সুরেন্দ্র কুমার মীনা৷
ইতিমধ্যেই বিভিন্ন স্তরে ১৬ জন আমলাকে বদলি করা হয়েছে রাজ্যে। মুর্শিদাবাদের জেলাশাসক পি উলগানাথন দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিচ্ছেন। উত্তর ২৪ পরগনায় আসছেন হাওড়ার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ওয়াই রত্নাকর রাও যাচ্ছেন হুগলিতে।
advertisement
হুগলির জেলাশাসক জেপি মীনা মুর্শিদাবাদের দায়িত্ব পাচ্ছেন। বাঁকুড়ার জেলাশাসক মুক্তা আর্য যাচ্ছেন হাওড়ায়। খাদ্য দপ্তরের যুগ্ম সচিব উমাশঙ্কর এস বাঁকুড়ার দায়িত্ব নিচ্ছেন। বাঁকুড়ায় ভোটের পর দিন রাতে তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া খাদ্য দপ্তরের যুগ্ম সচিবের দায়িত্ব নিচ্ছেন। নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্ত স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিবের দায়িত্বে আসছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2019 7:09 PM IST